ক্লাবহাউসের মতো ‘অডিয়ো চ্যাট রুম’ আসছে ফেসবুকেও! শুরু হয়েছে টেস্টিং

সদ্যই টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন ডেভেলপার Alessandro Paluzzi। সেখানে দেখা গিয়েছে, 'রুম'- এর জন্য তিনটি অপশন রয়েছে। সেখানেই রয়েছে অডিয়ো অপশন।

ক্লাবহাউসের মতো 'অডিয়ো চ্যাট রুম' আসছে ফেসবুকেও! শুরু হয়েছে টেস্টিং
ক্লাবহাউসের মতোই অডিয়ো চ্যাট রুম নির্মাণের চেষ্টায় রয়েছে ফেসবুক। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে।
Follow Us:
| Updated on: Mar 23, 2021 | 5:00 PM

আইওএস ভিত্তিক অডিয়ো অ্যাপ ক্লাবহাউসের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে আমেরিকায়। এরপর জাপান, জার্মানি, ব্রাজিল এবং রাশিয়া— ক্রমান্বয়ে এই দেশগুলিতে ডাউনলোড হয়েছে ক্লাবহাউস অ্যাপ। প্রাথমিকভাবে কেবল আইওএস ইউজারদের জন্যই চালু হয়েছে এই অ্যাপ। এক্ষেত্রে ইউজার সংখ্যা সীমিত হয়ে গেলেও অ্যাপের জনপ্রিয়তা একটুও কমেনি। বরং হু হু করে ক্রমাগত বেড়েই চলেছে এই অ্যাপের ডাউনলোডের সংখ্যা।

এবার ক্লাবহাউসের মতোই অডিয়ো চ্যাট রুম নির্মাণের চেষ্টায় রয়েছে ফেসবুক। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। চলছে মহড়া। প্রথমে টেস্টিং মোড হিসেবে চালু করা হতে পারে এই পরিষেবা। তারপর ফিডব্যাক ভাল থাকলে অবশ্যই জনসাধারণের জন্য চালু হবে ফেসবুকের এই ফিচার। সূত্রের খবর, ক্লাবহাউসের মতোই ইউজারদের একটি প্রাইভেট অডিয়ো রুম দেবে ফেসবুক। সেখানে পছন্দের বন্ধুদের সঙ্গে পছন্দের বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। গতবছর ফেসবুক মেসেঞ্জার রুম লঞ্চ করেছিল। এই নতুন ফিচার অনেকটা সেই রকমই।

সদ্যই টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন ডেভেলপার Alessandro Paluzzi। সেখানে দেখা গিয়েছে, ‘রুম’- এর জন্য তিনটি অপশন রয়েছে। সেখানেই রয়েছে অডিয়ো অপশন। এই অপশনে গিয়ে একজন ইউজার বন্ধুদের সঙ্গে নিয়ে প্রাইভেট অডিয়ো রুম খুলতে পারবেন। আর একটি অপশন রয়েছে লাইভ অডিয়ো। সেখানে শ্রোতাদের জন্য একটি অডিয়ো অনলি রুম ব্রডকাস্ট করা হবে। এটাও ক্লাবহাউসের মতোই একটি ফিচার। আপাতত এইসমস্ত ফিচার এবং অপশন টেস্টিং মোডে রয়েছে। সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও কথাই ঘোষণা করা হয়নি।

অন্যদিকে আপাতত ক্লাবহাউস অ্যাপ আইওএস ভার্সানে চালু থাকলেও, খুব তাড়াতাড়ি অ্যানড্রয়েড ভার্সানেও এই অ্যাপ চালু হবে বলে শোনা গিয়েছে। আইওএস এক্সক্লুসিভ ‘ইনভাইট’ ভিত্তিক এই অ্যাপের মাধ্যমে মূলত অডিয়ো আলোচনায় যুক্ত হতে পারবেন ইউজাররা। নিজে নিজে অ্যাপ স্টোর থেকে ক্লাবহাউস অ্যাপ ডাউনলোড করতে পারবেন না কোনও ব্যবহারকারী। ‘ইনভাইট’ পেলে তবেই কোনও ইউজার এই অ্যাপে সাইন-ইন করতে পারবেন। ইতিমধ্যেই যে ইউজাররা ক্লাবহাউস অ্যাপ ব্যবহার করছেন, তাঁরাই কেবলমাত্র এই ‘ইনভাইট’ পাঠাতে পারবেন অন্য ইউজারকে। তবে ‘ইনভাইট’ পাঠানোর ক্ষেত্রেও রয়েছে বিধিনিষেধ। ক্লাবহাউসে যুক্ত একজন সদস্য মাত্র দু’জনকে ‘ইনভাইট’ পাঠাতে পারবেন।