ভারতে লঞ্চ হল অডির নতুন মডেল S5 Sportback, দাম কত? রয়েছে কী কী ফিচার
ইঞ্জিনে চমকের পাশাপাশি গাড়ির ডিজাইনেও রয়েছে নতুনত্ব। বলা হচ্ছে, Audi S5 Sportback ভারতে লঞ্চ হয়েছে 'facelifted avatar'- এ।
ভারতে লঞ্চ হয়েছে অডির নতুন মডেল। অডির S5 Sportback- এর দাম ৭৯.০৬ লক্ষ টাকা (এক্স শোরুম, ভারত)। জার্মানির এই অটো জায়ান্ট তাদের নতুন মডেলের ক্ষেত্রে রেখেছে Completely Built Unit (CBU)। অডি S5 Sportback facelift- এর গ্লোবাল ডেবিউ হয়েছিল ২০১৯ সালের ফ্র্যাঙ্কফুট মোটর শো- তে।
অডির এই নতুন গাড়িতে রয়েছে একটি তিন লিটারের V6 TFSI টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিন 349 bhp এবং 500 Nm পিক টর্ক দিতে পারে। গাড়ির মোটরে রয়েছে একটি 8-speed অটোম্যাটিক ট্রান্সমিশন। এছাড়াও রয়েছে Quattro All-Wheel-Drive। অডির এই অত্যাধুনিক গাড়ি ০ থেকে ১০০ কিলোমিটার/ প্রতি ঘণ্টা স্পিড তুলতে পারে মাত্র সাড়ে চার সেকেন্ডে। এই গাড়ির সর্বোচ্চ গতি ২৫০ কিলোমিটার/ প্রতি ঘণ্টা।
অডির এই গাড়িতে রয়েছে পাঁচটি সিট। সেই সঙ্গে রয়েছে অসংখ্য ব্যবহারযোগ্য ফিচার এবং বাস্তবসম্মত ইঞ্জিন। এর ফলে রোজের সফরের পাশাপাশি আপনার উইকেন্ড ট্রিপেরও সঙ্গী হতে পারে অডির এই গাড়ি। ইঞ্জিনে চমকের পাশাপাশি গাড়ির ডিজাইনেও রয়েছে নতুনত্ব। বলা হচ্ছে, Audi S5 Sportback ভারতে লঞ্চ হয়েছে ‘facelifted avatar’- এ।
একনজরে দেখে নেওয়া যাক এই গাড়ির বেশ কিছু ফিচার-
১। সিঙ্গল ফ্রেম গ্রিল
২। নতুন এলইডি হেডল্যাম্প এবং টেললাইট
৩। বড় সাইজের ১৯ ইঞ্চি অ্যালয় হুইল
৪। স্লোপিং অর্থাৎ ঢালু রুফলাইন
৫। কেবিনে রয়েছে ১০.১ ইঞ্চির MMI ইনফোটেইনমেন্ট সিস্টেম
৬। ভার্চুয়াল ককপিট
৭। ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল
এইসমস্ত ফিচার রয়েছে অডির নতুন গাড়িতে। সেই সঙ্গে রয়েছে থ্রি জোন ক্লাইমেট কন্ট্রোল, চামড়ার স্পোর্টস সিট, 19-speaker Bang & Olufsen সাউন্ড সিস্টেম।