লঞ্চ হল রয়্যাল এনফিল্ড Interceptor 650 এবং Continental GT 650, দাম শুরু ২.৭৫ লাখ টাকা থেকে
ইতিমধ্যেই দু'টি বাইকের প্রিবুকিং শুরু হয়েছে।
রয়্যাল এনফিল্ডের দু’টি নতুন মডেল লঞ্চ হয়েছে সোমবার। Interceptor 650 এবং Continental GT 650, এই দু’টি বাইক লঞ্চ হয়েছে আজ সোমবার। অসংখ্য নতুন আপডেট এবং নতুন কালার অপশন নিয়ে লঞ্চ হয়েছে এই দু’টি বাইক। সেই সঙ্গে ক্রেতাদের জন্য থাকছে একটি স্পেশ্যাল সুবিধা। ক্রেতারা নিজেদের পছন্দমতো বাইকের স্টাইল, ডিজাইন রঙ কাস্টোমাইজ করতে পারবেন, অর্থাৎ বেছে নিতে পারবেন। অর্থাৎ পছন্দ অনুযায়ী বাইক পার্সোনালাইজ করার অপশন থাকবে গ্রাহকদের কাছে। একে বলা হচ্ছে MiY অপশন। বাইকের সিটি, সাম্প গার্ড, টুরিং মিরর, ফ্লাইস্ক্রিন এবং অন্যান্য অনেক অপশনই থাকছে এই MiY অপশনের মধ্যে। এইসব কিছুই পার্সোনালাইজ করার সুযোগ পাবেন ক্রেতারা।
Interceptor 650-
এই গাড়ি পাওয়া যাচ্ছে দু’টি স্ট্যান্ডার্ড কালার টোনে। Canyon Red এবং Ventura Blue— এই দু’টি রঙে পাওয়া যাবে এই মডেল। এছাড়াও নতুন যে যে রঙে এই বাইক পাওয়া যাচ্ছে, সেগুলি হলো Downtown Drag, Sunset Strip। এছাড়াও ক্রোম ভ্যারিয়েন্টের ক্ষেত্রে (মার্ক ২) আপডেট ভার্সান হিসেবে পাওয়া যাচ্ছে এই বাইক। এই সবকিছু ছাড়া সিঙ্গল টোন অরেঞ্জ ক্রাশ এবং ডুয়াল টোন Baker Express- এও পাওয়া যাবে এই বাইক। সব মিলিয়ে এই বাইকের ক্ষেত্রে মোট সাতটি রঙের অপশন রয়েছে।
Continental GT 650-
মোট পাঁচটি রঙে লঞ্চ হয়েছে এই বাইক। Rocker Red Standard (single tone), British Racing Green Standard— এই দু’টি স্ট্যান্ডার্ড রঙ ছাড়াও রয়েছে, নতুন Custom (dual tone) colourways। যার মধ্যে রয়েছে Dux Deluxe এবং Ventura Storm। এছাড়াও রয়েছে existing Mister Clean- এর chrome variant। সব মিলিয়ে এই বাইকের মডেলের ক্ষেত্রে মোট পাঁচটি রঙের অপশন রয়েছে।
ভারতে এই দুটো বাইকের দাম
nterceptor 650 (Standard)- এই বাইকের দাম ২,৭৫,৪৬৭ টাকা। কোনও গ্রাহক যদি কাস্টম কালারওয়েজ অপশনে যান তাহলে বাইকের দাম পড়বে ২,৮৩,৫৯৩ টাকা। ক্রোম ভ্যারিয়েন্ট মার্ক ২- এর দাম পড়বে ২,৯৭,১৩৩ টাকা।
Continental GT 650- স্ট্যান্ডার্ড কালারওয়েজ- এ এই বাইকের দাম ২,৯১,৭০১ টাকা। কাস্টম থিম- এর সুবিধা নিলে বাইকের দাম হবে ২,৯৯,৮৩০ টাকা। আর ক্রোম ভ্যারিয়েন্ট মিস্টার ক্লিনের দাম ৩,১৩,৩৬৭ টাকা।
ইতিমধ্যেই দু’টি বাইকের প্রিবুকিং শুরু হয়েছে।