অবশেষে উৎক্ষেপণ হল রাশিয়ার রকেট, দু’বার পিছিয়েছিল অভিযান
সোমবার সফল উৎক্ষেপণের পর একটি ভিডিয়ো শেয়ার করেছে Roscosmos।
অবশেষে সফলভাবে উৎক্ষেপণ হয়েছে রাশিয়ান রকেট Soyuz। জানা গিয়েছে, রাশিয়ার রকেট Soyuz উৎক্ষেপণ করা হয়েছে Baikonur cosmodrome থেকে। কাজাখিস্তানের এই রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে সোমবার মোট ৩৮টি ফরেন স্যাটেলাইট নিয়ে উৎক্ষেপিত হয়েছে রকেট Soyuz। এর আগে দু’বার পিছিয়ে গিয়েছিল এই রকেটের উৎক্ষেপণ। যান্ত্রিক গোলযোগ বা কিছু ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়েছিল। তাই জন্যই রকেট Soyuz- এর উৎক্ষেপণ পিছিয়ে দিয়েছিল রাশিয়ার স্পেস এজেন্সি Roscosmos।
A few more great shots of this morning's Soyuz-2 launch. The flight carried a number of small payloads for customers from 38 countries. Credit: Roscosmos pic.twitter.com/LpDDTCunf5
— Rocket Rundown (@RocketRundown) March 22, 2021
তবে সোমবার সফল উৎক্ষেপণের পর একটি ভিডিয়ো শেয়ার করেছে Roscosmos। সেখানে দেখা গিয়েছে প্রবল ধুলো উড়িয়ে মেঘলা আকাশ থাকার সত্ত্বেও উৎক্ষেপণ হয়েছে Soyuz রকেটের। গ্রিনিচ মিন টাইম অনুসারে ০৬০৭- এ উৎক্ষেপিত হয়েছে এই রকেট। রাশিয়ার স্পেস সেন্টার Roscosmos তাদের টুইটারে জানিয়েছে, Fregat upper stage এবং ১৮টি দেশ থেকে ৩৮টি স্পেসক্র্যাফট নিয়ে উড়েছে এই রকেট। Baikonur cosmodrome থেকে হয়েছে উৎক্ষেপণ।
অরবিটে এই ৩৮টি স্যাটেলাইট প্লেস করবে রাশিয়ার রকেট। দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা, সৌদি আরব, জার্মানি, ইতালি, ব্রাজিল- সহ মোট ১৮টি দেশের স্যাটেলাইট রয়েছে এই রকেটে। প্রথম স্যাটেলাইট Challenge-1 তৈরি হয়েছিল টিউনিসিয়ায়। এই স্যাটেলাইট তৈরি করেছিল Telnet telecommunications group। গত শনিবার থেকে মোট দু’বার পিছিয়ে গিয়েছিল এই রকেটের উৎক্ষেপণ প্রক্রিয়া। সূত্রের খবর, ভোল্টেজের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছিল। তার জেরেই পিছিয়ে গিয়েছিল রকেট উৎক্ষেপণ প্রক্রিয়া।