অ্যানড্রয়েড ফোন আনছে জিও, জেনে নিন কতটা পকেট ফ্রেন্ডলি
যেভাবে জিও স্মার্টফোনের ব্যবসায় নামতে চলেছে তার জেরে শাওমি বা রিয়েল মি এবং অন্যান্য চিনা টেলিকম সংস্থাকে রিলায়েন্স হাড্ডাহাড্ডি টক্কর দেবে বলে মনে করছেন অনেকে।
অ্যানড্রয়েড ফোন আনতে চলেছে রিলায়েন্স জিও। আগামী বছরের প্রথমভাগেই বাজারে আসবে এই স্মার্টফোন। এর আগে ঠিক করা হয়েছিল যে ডিসেম্বরের প্রথম দিকে লঞ্চ হবে এই ফোন। পরে তা পিছিয়ে যায়। গত জুলাই মাসে রিলায়েন্সের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় কর্তৃপক্ষ জানিয়েছিল যে গুগলের হাত ধরতে চলেছে তারা। গুগলের থেকে পুঁজি পেয়েই স্মার্টফোন লঞ্চ করবে রিলায়েন্স।
এর আগেও জিও ফোন তৈরি করেছিল। তবে তা ছিল সাধারণ ফোন। এবার আসছে অ্যানড্রয়েড স্মার্টফোন। বাজারে এখন সস্তায় স্মার্টফোন বলতে শাওমি বা রিয়েল মি-কেই বেছে নেন সাধারণ মানুষের একটা বড় অংশ। তবে জিও-র স্মার্টফোন লঞ্চ হলে এইসব কোম্পানিকে টেক্কা দেবে বলে মনে করছেন মার্কেট অ্যানালিস্টরা।
আরও পড়ুন: আইফোন ১১-এ ডিসপ্লের সমস্যা, বিনামূল্যে ফোন বদলে দেবে অ্যাপেল
জিও-র এইসব ফোনের দাম চার হাজার কিংবা তার আশেপাশে থাকতে চলেছে। মূলত বাজার ধরতে এবং জনগণ টানতে দাম এতটা কম রাখছে রিলায়েন্স জিও কর্তৃপক্ষ। গত সেপ্টেম্বর মাসে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছিল আগামী দু’বছরের মধ্যে ২০০ মিলিয়ন স্মার্টফোন আনতে চলেছে জিও। যেভাবে জিও স্মার্টফোনের ব্যবসায় নামতে চলেছে তার জেরে শাওমি বা রিয়েল মি এবং অন্যান্য চিনা টেলিকম সংস্থাকে রিলায়েন্স হাড্ডাহাড্ডি টক্কর দেবে বলে মনে করছেন অনেকে।
গত জুলাই মাসে গুগলের সঙ্গে রিলায়েন্সের একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তির ভিত্তিতেই ঠিক হয় যে অ্যানড্রয়েড স্মার্টফোন লঞ্চ করবে জিও। এই নতুন ফোনের মাধ্যমে ভারতের বাজারে জিও যে ভালই প্রভাব ফেলবে এবং ব্যবসায়িক লাভও হবে সে ব্যাপারে বাজি ধরেছেন মার্কেট অ্যানালিস্টদের একাংশ। ফোর-জি ফোনের মার্কেটে ২০১৭ সালের জুলাই মাসেই ছাপ ফেলেছিল জিও। এ বার পালা দ্বিতীয় পর্যায়ের।
গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, গুগলের সঙ্গে রিলায়েন্সের এই পার্টনারশিপের ফলে টেলিকমের বাজারে জোরদার প্রভাব পড়বে। হয়তো গুগল একা এতটা প্রভাব ফেলতে পারত না। তবে জিও স্মার্টফোন লঞ্চ করলে নিঃসন্দেহে প্রভাব পড়বে।