AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Android 13 Go: পুরনো হ্যান্ডসেট নতুন রূপে! সস্তার অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল নিয়ে এল বিশেষ আপডেট

গুগল তার লেটেস্ট Android 13 Go Edition আপডেট রোল আউট করছে একাধিক বাজেট স্মার্টফোনের জন্য। এটি এমনই সফটওয়্যার বা অ্যান্ড্রয়েডের জন্য অপারেটিং সিস্টেম, যা সস্তার স্মার্টফোন বানাতে দেয় মেকারদের।

Android 13 Go: পুরনো হ্যান্ডসেট নতুন রূপে! সস্তার অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল নিয়ে এল বিশেষ আপডেট
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Oct 20, 2022 | 12:37 PM
Share

Latest Android Update: মার্কিন সার্চ ইঞ্জিন গুগল তার লেটেস্ট Android 13 Go Edition আপডেট রোল আউট করছে একাধিক বাজেট স্মার্টফোনের জন্য। এই গো এডিশনটি নিয়ে পাঁচ বছর আগে নিয়ে এসেছিল সার্চ ইঞ্জিন জায়ান্টটি। এটি এমনই সফটওয়্যার বা অ্যান্ড্রয়েডের জন্য অপারেটিং সিস্টেম, যা সস্তার স্মার্টফোন বানাতে দেয় মেকারদের। অ্যান্ড্রয়েডের এই আপগ্রেডেড ভার্সনটি অযাচিত এবং অপ্রয়োজনীয় অ্যাপগুলিকে স্মার্টফোন থেকে মুছে ফেলতে সাহায্য করে। কেবল জরুরি জিনিসপত্রই ফোনে রাখতে দেয়। উদাহরণস্বরূপ, গুগলের নিজস্ব অ্যাপ যেমন জিমেল, ক্রোম ইত্যাদি ভারী অ্যাপগুলির টেইলর্ড ভার্সন দেওয়া হয় কম দামের ফোনে, যাতে ফোন কোনও মতে হ্যাং না করে।

অ্যান্ড্রয়েড গো এডিশন চলতে পারে এমন যে কোনও স্মার্টফোনে, যাতে অন্তত 3GB পর্যন্ত RAM রয়েছে। গুগল একটি ব্লগ পোস্টে লিখছে, সারা বিশ্বে এমন 250 মিলিয়ন মাসিক সাবস্ক্রাইবার আছেন, যাঁরা অ্যান্ড্রয়েড গো ব্যবহার করেন। এই অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের অনলাইনে সুরক্ষিত রাখে। পাশাপাশি অ্যান্ড্রয়েড গো-পাওয়ার্ড স্মার্টফোনের জন্য গুগল প্লে সিস্টেম আপডেট যুক্ত করা রয়েছে, যাতে ডিভাইসগুলি প্রধান অ্যান্ড্রয়েড রিলিজ়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ সফটওয়্যার আপডেটও পেতে পারে।

টেকনোলজি জায়ান্টের তরফে বলা হচ্ছে, “ডিভাইসের স্টোরেজ প্রাপ্যতার সঙ্গে আপস না করেই জটিল আপডেটের ডেলিভারি দ্রুত এবং সহজ করে তুলবে।”

অ্যান্ড্রয়েড 13-এর নতুন সংস্করণের সঙ্গে গুগল প্রথমবারের মতো সামঞ্জস্যপূর্ণ স্মার্টফোনগুলিতে ‘ম্যাটেরিয়াল ইউ’ প্রসারিত করছে। এই ‘ম্যাটেরিয়াল ইউ’ হল গুগলের ইউনিফাইড ডিজাইন ল্যাঙ্গুয়েজ, যা গত বছর প্রথমবারের মতো চালু করা হয়েছিল। এই বৈশিষ্ট্যটি ব্যবহার করে হ্যান্ডসেটটি ওয়ালপেপারে অভূতপূর্ব কিছু পরিবর্তন দেখা যায় এবং সেই অনুযায়ী অ্যাপের আইকন এবং ফন্ট পরিবর্তন করে।

আপডেটটি গো-চালিত ডিভাইসগুলির জন্য নোটিফিকেশনের অনুমতি, অ্যাপের ভাষা পছন্দ এবং আরও অনেক কিছুর মতো Android 13 এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আসে।

গুগল তার এই লেটেস্ট আপডেটের সঙ্গে গুগল ডিসকভারও নিয়ে আসছে। এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের জন্য বেশ উপযোগী হতে পারে, যাঁরা সংবাদ পড়তে পছন্দ করেন। এটি উল্লেখযোগ্যভাবে ব্যবহারকারীদের ব্রাউজিং হিস্ট্রির উপর ভিত্তি করে সংবাদ এবং অন্যান্য বিষয়বস্তুর একটি তালিকা তৈরি করবে।

গুগল এবং অন্যান্য স্মার্টফোন OEM এখনও রোলআউট টাইমলাইন ঘোষণা করেনি। আগামী কয়েক মাসের মধ্যেই সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে এই আপডেট পৌঁছে যাবে বলে জানা গিয়েছে।