iQoo 11 5G আর iQoo 9 সিরিজের ফোনে বাম্পার ছাড় দিচ্ছে কোম্পানি, চেক করুন অফার
iQoo Smartphone Offers: কোম্পানিটি তার তৃতীয় বার্ষিকীতে ভারতে iQoo 11 5G-এর উপর বিরাট ছাড় দিচ্ছে। এর সঙ্গে iQoo 9 এবং iQoo 9 Pro মডেলগুলিও সস্তা করা হয়েছে।
iQoo 11 5G Offers: iQoo স্মার্টফোন কোম্পানিটি ভারতে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কোম্পানিটি তার তৃতীয় বার্ষিকীতে ভারতে iQoo 11 5G-এর উপর বিরাট ছাড় দিচ্ছে। আর শুধুই যে এই ফোনেই সেই ছাড় পাওয়া যাচ্ছে তা একেবারেই নয়। এর সঙ্গে iQoo 9 এবং iQoo 9 Pro মডেলগুলিও সস্তা করা হয়েছে। এই স্মার্টফোনগুলির বেশ মডেলে আপনি বিরাট ছাড় পেয়ে যাবেন। তাই অনেকদিন ধরে যদি iQoo-এর স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তবে এই অফারটি হাতছাড়া করবেন না। চলুন দেখ নেওয়া যাক কী কী অফার দেওয়া হচ্ছে।
ফোনগুলিতে যেসব অফার রয়েছে:
iQoo 11 5G, iQoo 9 এবং iQoo 9 Pro-এর ডিসকাউন্ট সম্পর্কে কোম্পানি জানিয়েছে, iQoo 11 5G ফোনটির আসল দাম 59,999 টাকা। আমাজন ইন্ডিয়াতে (Amazon India) এই হ্যান্ডসেটের দাম বর্তমানে 54,990 টাকা। একই সময়ে, কোম্পানি iQoo 9 এবং iQoo 9 Pro ফোন দু’টি ডিসকাউন্টে Amazon India-এ 35,990 থেকে 44,990 টাকায় পাওয়া যাচ্ছে। এই অফার 24 এপ্রিল পর্যন্ত রয়েছে। কেনার আগে ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।
iQoo 11 5G-এর স্পেসিফিকেশন:
iQoo 11 5G একটি ডুয়াল-সিম হ্যান্ডসেট, যাতে Android 13-ভিত্তিক Funtouch OS 13 ব্যবহার করা হয়েছে। এতে একটি 6.78-ইঞ্চি 2K E6 AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে 1,800 nits এর সর্বোচ্চ উজ্জ্বলতা এবং 144Hz রিফ্রেশ রেট। ফটো এবং ভিডিয়োর জন্য, এতে ISOCELL GN5 সেন্সর সহ একটি 50-মেগাপিক্সেল মেন ক্যামেরা, 13-মেগাপিক্সেল টেলিফটো/পোর্ট্রেট সেন্সর এবং 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য এটিতে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।
iQoo 11 5G-এর ফিচার:
iQoo 11 5G একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস এবং জাইরোস্কোপ রয়েছে। এটি Wi-Fi 6, Bluetooth 5.3, USB Type-C পোর্ট, GPS, OTG এবং NFC সাপোর্ট করে। ফোনটিতে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5,000mAh ব্যাটারি প্যাক রয়েছে।