Android স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! Bard AI প্রযুক্তি এবার আপনার ফোনেও
Android স্মার্টফোনেও BARD AI প্রযুক্তি দিতে চলেছে Google। ইতিমধ্যেই এই জেনারেটিভ AI অত্যন্ত উন্নত বলে প্রমাণিত হয়েছে। ChatGPT এবং Bing-এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবটের সঙ্গেও টক্কর দিতে পারে গুগলের বার্ড এআই প্রযুক্তি।
Bard AI On Android: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমাদের দৈনন্দিন জীবনেও প্রয়োগ করার উদ্যোগ নিয়েছে Google। আর সেই লক্ষ্যেই এবার Android স্মার্টফোনেও BARD AI প্রযুক্তি দিতে চলেছে টেক জায়ান্টটি। ইতিমধ্যেই এই জেনারেটিভ AI অত্যন্ত উন্নত বলে প্রমাণিত হয়েছে। ChatGPT এবং Bing-এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবটের সঙ্গেও টক্কর দিতে পারে গুগলের বার্ড এআই প্রযুক্তি।
প্রাথমিক ভাবে Bard রিলিজ় করা হয়েছিল পাবলিক ওয়েটলিস্ট প্রিভিউ হিসেবে। বিগত কয়েক মাস ধরে Google তার বেশির ভাগ পরিষেবাতেই Bard এবং অন্যান্য LaMDA-ভিত্তিক প্রযুক্তিগুলিকে ইন্টিগ্রেট করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে রয়েছে Gmail-এ স্বয়ংক্রিয়ভাবে তৈরি ড্রাফ্ট, Google ডক্সে উন্নত টেক্সট তৈরির বৈশিষ্ট্য এবং Google মেসেজের ক্ষেত্রে AI দ্বারা তৈরি অটোমেটিক রিপ্লাই। এর মধ্যেই খবর, Android-এও দেওয়া হবে Google Bard প্রযুক্তি। জানা গিয়েছে, প্রথমে পিক্সেল ফোনগুলিতেই এই প্রযুক্তি দেওয়া হবে।
অ্যান্ড্রয়েডে Google Bard ব্যবহার করা যেতে পারে একটি ওয়েব ব্রাউজ়ারের মাধ্যমে। তবে এটিকে Microsoft Edge ও Bing-এর মতো ইন্টিগ্রেট করা হবে না। অ্যান্ড্রয়েডে বার্ডের জন্য গুগল একটি হোম স্ক্রিন উইজেট দিতে চলেছে। তার ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য Bard AI প্রযুক্তি অ্যাক্সেস করতে আরও সুবিধা হবে।
জল্পনা চলছে, Bard উইজেটটি খুব শীঘ্রই একটি ডেডিকেটেড হোম স্ক্রিন উইজেটের সাহায্যে Android-এ যুক্ত করা হবে। এর দ্বারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার আরও সহজ হয়ে যাবে। যদিও এই বিষয়টা এখনও পর্যন্ত জানা যায়নি যে, Google Search অ্যাপে এই প্রযুক্তি ইন্টিগ্রেট করা হবে কি না বা স্ট্যান্ডআলোন অ্যাপ হিসেবে BARD AI কবে নাগাদ আসবে। তবে আপাতত অ্যান্ড্রয়েড ফোনগুলির জন্য Bard AI অ্যাক্সেসযোগ্য হবে ওয়েব প্ল্যাটফর্ম হিসেবেই।
যদিও হোম স্ক্রিন উইজেটের ফাংশনালিটি সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি। তবে একটা বিষয় পরিষ্কার, Bard-এর সঙ্গে আপাতত কথোপকথন ছাড়া ওই শর্টকাট থেকে আর বেশি কিছু করা যাবে না। এছাড়াও অনেকে জানিয়েছেন, ওই উইজেট থেকে বার্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সঙ্গে কথা বলা ছাড়াও সংশ্লিষ্ট অ্যাপে সরাসরি অ্যাক্সেসের অনুমতি দিতে পারে।