Block Spam Calls: দিনভর অবাঞ্ছিত কলে জেরবার? এখনই জেনে নিন পুরোপুরি ব্লক করার উপায়

Block Unwanted Calls: আপনি খুব সহজেই স্প্যাম কল থেকে মুক্তি পেতে পারেন। স্প্যাম কল থেকে মুক্তির জন্য একাধিক উপায় রয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই সব উপায়।

Block Spam Calls: দিনভর অবাঞ্ছিত কলে জেরবার? এখনই জেনে নিন পুরোপুরি ব্লক করার উপায়
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2023 | 11:58 AM

Stop Spam Calls: বর্তমানে স্প্যাম কলের পরিমাণ ভীষণ বেড়েছে। তার সঙ্গে বেড়েছে স্ক্যামের সংখ্য়াও। বেশিরভাগ মানুষই স্প্যাম কলে বিরক্ত। অনেক সময়ই এমন হয়, আপনি কাজে খুব ব্যস্ত তার তখনই অপরিচিত নম্বর থেকে একটি কল ঢোকে ফোনে। আর আপনি সেই ফোন ধরেন না। যতবারই ফোন আসে, ততবারই আপনি আলাদা আলাদা করে সেই সব ফোনগুলিকে ব্লক করেন। তারপর আবার অন্য একটি নম্বর থেকে কল চলে আসে। এমন পরিস্থিতিতে আপনার কী করা উচিত? আপনি চাইলে সেই সব অচেনা নম্বরগুলিকে রিপোর্টও করতে পারবেন। অনেকেই হয়তো জানেন না ফোনে এমন একটি ফিচার রয়েছে, যা একবার অন করে দিলেই আপনাকে বার বার ব্লক করতে হবে না। চলুন দেখে নেওয়া যাক।

স্প্যাম কল থেকে মুক্তি পাবেন কীভাবে?

আপনি খুব সহজেই স্প্যাম কল থেকে মুক্তি পেতে পারেন। স্প্যাম কল থেকে মুক্তির জন্য একাধিক উপায় রয়েছে। বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ রয়েছে। আপনি চাইলে সেই সব অ্যাপেরও সাহায্য নিতে পারেন। আর যদি তা না চান, তাহলে ফোনেই বেশ কিছু অপশন রয়েছে। যার মাধ্যমে আপনি স্প্যাম কল বন্ধ করতে পারবেন। তারমধ্যে একটি অপশন হল কল ফরওয়ার্ড সার্ভিস এবং কল ব্যারিং ফিচার। এই দু’টি অপশন অন রাখলেই আপনি খুব সহজেই স্প্যাম কল থেকে মুক্তি পাবেন। যদি আপনার ফোনে এই সব অপশন না থাকে, তার জন্যও সমাধান রয়েছে।

অ্যান্ড্রয়েডে অজানা নম্বরগুলি কীভাবে ব্লক করবেন তা দেখে নিন:

  • আপনার অ্যান্ড্রয়েড ফোনে Phone অ্যাপটি খুলুন।
  • স্ক্রিনের উপরের ডানদিকে তিনটি ডট রয়েছে। এটিতে ক্লিক করুন এবং কল হিস্ট্রি সিলেক্ট করুন।
  • একটি অজানা নম্বরের কল খুঁজুন এবং সেটিতে ক্লিক করুন।
  • স্ক্রিনের নীচে ব্লক/রিপোর্ট স্প্যাম ট্যাপ করুন।
  • এতে আপনি যদি চান, তাহলে কলটিকে রিপোর্ট করতে পারেন।
  • যদি ব্লক করতে চান, তাহলে ব্লকে ক্লিক করুন।

কিন্তু আপনি যদি চান যে, কোনও অচেনা নম্বর থেকেই ফোন আসবে না। তাহলে সেই উপায়ও রয়েছে। তার জন্য আপনাকে Phone অ্যাপে গিয়ে তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে। সেটিংস-এ গিয়ে ব্লক করা যেকোনও নম্বর সিলেক্ট করে নিন। সেই নম্বরের পাশে টগলটি চালু করুন। ব্যাস এতেই আপনার কাজ শেষ। এবার আপনার ফোনে কোনও অচেনা নম্বর থেকে ফোন আসবে না। তবে এই অপশন অন না করাই ভাল। তার কারণ কেউ যদি দরকারেও আপনাকে অন্য অচেনা নম্বর থেকে ফোন করে, আপনার কাছে সেই ফোন ঢুকবে না।