Holi Mobile Care Tips: হোলিতে রং আর জল থেকে বাঁচিয়ে রাখুন স্মার্টফোন, রইল দুর্দান্ত টিপস
Holi Smartphone Care Tips: ফোনের ভিতর জল ঢুকে গেলে তা কাজ করা বন্ধ করে দিতে পারে। আপনি চাইলে খুব সহজেই ফোনকে জল-আবির (Water-Colours) থেকে বাঁচাতে পারেন। এর জন্য কিছু কৌশল রয়েছে, যা মেনে চললেই আপনি দোল উৎসবে (Holi) ফোনটিকে ঠিকভাবে রাখতে পারেবেন।
Holi Mobile Care Tips And Tricks: হোলি এসেই গেল, আর হোলি উপলক্ষ্যে স্মার্টফোনকে (Smartphone) যতই বাঁচানোর চেষ্টা করুন না কেন, তাতে কিছু না কিছুভাবে রঙ-জল পড়েই যায়। ছবি তোলার সময় অনেক সময় পকেটে রাখার কারণে এতে আবির ঢুকে যায়। এমন পরিস্থিতিতে ফোন নষ্ট হয়ে যেতে পারে। ফোনের ভিতর জল ঢুকে গেলে তা কাজ করা বন্ধ করে দিতে পারে। আপনি চাইলে খুব সহজেই ফোনকে জল-আবির (Water-Colours) থেকে বাঁচাতে পারেন। এর জন্য কিছু কৌশল রয়েছে, যা মেনে চললেই আপনি দোল উৎসবে (Holi) ফোনটিকে ঠিকভাবে রাখতে পারেবেন।
ওয়াটারপ্রুফ কভার ব্য়বহার করুন:
হোলিতে ছবি তুলতে, অনেক সময়ই পকেট থেকে ফোন বার করেন। আবার অনেকেই ফোনটিকে প্লাস্টিকে জরিয়ে রাখেন। কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হয় না। তাই সেক্ষেত্রে একটি ওয়াটারপ্রুফ কভার ব্য়বহার করুন। সেটি আপনার ফোনকে জল-আবিক সব কিছু থেকেই সুরক্ষিত রাখবে। এমনও নয় যে, এগুলি খুব দামি। আপনি 100 বা 150 টাকায় যে কোনও জায়গায় কিনতে পারবেন। আসলে এটিতে একটি জিপ লক লাগানো থাকে। ফলে স্মার্টফোনটি সম্পূর্ণ এয়ার টাইট হয়ে যায়। এতে জল ঢোকার কোনও উপায়ই থাকে না। এমনকি যদি জলে পড়েও যায়, তাতেও স্মার্টফোনটি সম্পূর্ণ নিরাপদ থাকবে।
গ্লাস ব্যাক কভার ব্য়বহার করুন:
আপনি নিশ্চয়ই আগে গ্লাস ব্যাক কভারের কথা শুনেছেন। ফোনকে জল থেকে সুরক্ষিত রাখতে গ্লাস ব্যাক কভার ব্য়বহার করা প্রয়োজন। এটি ফোনকে শুধু জল থেকে নয়, রং থেকেও রক্ষা করবে। শুধু দোল বলে নয়, এটি ফোনে একবার লাগিয়ে নিলে, আপনি এমনি সময়েও স্মার্টফোনটিকে ধুলো এবং জল থেকে রক্ষা করতে পারবেন। আপনি গ্লাস ব্যাক কভার অনলাইনের পাশাপাশি অফলাইনেও কিনতে পারবেন। এগুলির দাম 300 টাকা থেকে 500 টাকা পর্যন্ত হয়।
প্লাস্টিক সঙ্গে রাখুন:
এত কিছুর পরেও আপনাকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। হোলির সময় অবশ্যই পলিথিন সঙ্গে রাখবেন। আপনার ফোন সবসময় এতে রাখুন।
এছাড়াও এই জিনিসগুলির দিকে নজর রাখুন:
স্মার্টফোনের স্পিকারের যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্য় ফোনটি সাইলেন্টে রাখুন। এছাড়া ব্যাগে ফোন রাখলে প্লাস্টিকে মুড়িয়ে রাখুন। এছাড়া দোলের দিন ফোনের লকে প্যাটার্ন বা পিন ব্যবহার করাই ভাল। কারণ আপনার বায়োমেট্রিক্সে সমস্যা হতে পারে। তারপরেও যদি আপনার ফোনে কোনও কারণে জল লেগে যায়, তবে এটি শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।