Fake Apps: অ্যান্ড্রয়েড ফোনে বাড়ছে Fake App-এর বাড়বাড়ন্ত, সতর্ক হোন এই উপায়ে…

Beware Of Fake Apps: কেন্দ্রীয় সরকার 14 টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করেছে। সেই সব অ্যাপগুলি স্ক্যামাররা ব্যবহার করছে, মানুষকে ঠকানোর জন্য।

Fake Apps: অ্যান্ড্রয়েড ফোনে বাড়ছে Fake App-এর বাড়বাড়ন্ত, সতর্ক হোন এই উপায়ে...
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 2:43 PM

Android Mobile Tips: বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীরা প্রচুর অ্যাপ ব্যবহার করেন। ফটো এডিটিং থেকে শুরু করে গান শোনা, সব কিছুর জন্যই অনেক ধরেনর অ্যাপ থাকে ফোনে। সম্প্রতি, কেন্দ্রীয় সরকার 14 টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করেছে। সেই সব অ্যাপগুলি স্ক্যামাররা ব্যবহার করছে, মানুষকে ঠকানোর জন্য। গুগল তার সাম্প্রতিক নিরাপত্তা প্রতিবেদনে দাবি করেছে যে, তারা এক লক্ষেরও বেশি অ্যাপ নিষিদ্ধ করেছে, যা অনেকেই ব্যবহার করতেন। এছাড়াও তার মধ্য়ে 3500টি লোন অ্যাপ রয়েছে, যেগুলি ভারতে নিয়মের বিরুদ্ধে বিভিন্ন কাজ করছিল। কিন্তু আপনি চিনবেন কীভাবে কোন অ্যাপটি আসল আর কোনটি নকল। কোনও অ্যাপ ইনস্টল করার সময় কী-কী জিনিস মাথায় রাখবেন?

অ্যান্ড্রয়েড এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম। এতে বেশিরভাগ খোলা অ্যাপ্লিকেশন ইকোসিস্টেম রয়েছে, যে কারণে এটি বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা যায়। তার সেই ভুল কাজ থেকে নিজেকে রক্ষা করার সহজ কিছু উপায় রয়েছে। Google একটি তালিকা প্রকাশ করেছে, তাতে নিরাপদ থাকায় সমস্ত উপায় বলা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক।

আপনার ফোনের ডেটা নিরাপদ রাখুন:

আপনি Google Play Protect-এর সাহায্যে আপনার অ্যাপ এবং ডিভাইসকে ম্যালওয়ারের হুমকি থেকে রক্ষা করতে পারেন।

ভেরিফাই ডিভাইস সার্টিফিকেশন: এর জন্য গুগল প্লে স্টোর অ্যাপ খুলুন। উপরের ডানদিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এর পরে, সেটিংসের যান এবং আপনার ডিভাইসটি প্লে প্রোটেক্ট সার্টিফাইড কি না তা পরীক্ষা করুন।

Google Play Protect চালু করুন। এটি ডিফল্ট অবস্থাতেই চালু থাকে, কিন্তু আপনি এটি বন্ধ করতে পারেন। এর জন্য, প্লে স্টোর অ্যাপে প্রোফাইল আইকনে যান এবং প্লে প্রোটেক্টে ট্যাপ করুন, সেটিংসে প্লে প্রোটেক্ট দিয়ে স্ক্যান অ্যাপ চালু করুন।

আপনি যদি কোনও অজানা উৎস থেকে কোনও অ্যাপ ডাউনলোড করে থাকেন, তাহলে Google Play Protect আপনাকে Google-এ অজানা অ্যাপ পাঠাতে বলতে পারে। আপনি সেটিংসে গিয়ে এটি অটোমেটিক করতে পারেন। এর জন্য, গুগল প্লে স্টোরের প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। তারপরে Profile-এ যান, এখানে Improve Harmfull App ডিটেকশন চালু করুন।