Nothing Phone (2) লঞ্চ হতে আর বেশি দেরি নেই! Snapdragon 8 প্রসেসরের সেরার সেরা ফ্ল্যাগশিপ

Nothing Phone (1) যখন ভারতে লঞ্চ করা হয়েছিল, Nothing Phone (2)-ও ভারতে লঞ্চ করা হবে বলেই আশা করা হচ্ছে। তবে, সেই ফোন মিড-রেঞ্জ সেগমেন্টেই লঞ্চ হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ফ্লিপকার্ট সেলে এখন অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে Nothing Phone (1)। মাত্র 25,999 টাকায় এই ফোন তাঁরা বাড়ি নিয়ে আসতে পারবেন।

Nothing Phone (2) লঞ্চ হতে আর বেশি দেরি নেই! Snapdragon 8 প্রসেসরের সেরার সেরা ফ্ল্যাগশিপ
সেরার সেরা ফ্ল্যাগশিপ!
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 12:41 AM

Nothing Phone (2) লঞ্চ হতে আর খুব একটা দেরি নেই। ফের একবার এই ফোনের লঞ্চ সম্পর্কে কোম্পানির তরফে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে এবং এবার তার রিলিজ় টাইমলাইনেরও উল্লেখ করা হয়েছে। ব্রিটেনের টেক কোম্পানিটি এই ফোন লঞ্চের সময় নিয়ে দাবি করেছে, ‘ব্রিটিশ সামার’। অর্থাৎ ব্রিটেনের গ্রীষ্মেই লঞ্চ করা হবে ফোনটি। নির্দিষ্ট করে এই ফোন লঞ্চের দিন ক্ষণ সম্পর্কে না বলা হলেও Nothing Phone (2) যে আর কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই যে লঞ্চ করে যাবে, তা একপ্রকার পরিষ্কার।

Nothing Phone (2)-এর ডিজ়াইন অনেকটা তার পূর্ববর্তী প্রজন্ম Nothing Phone (1)-এর মতোই হতে চলেছে। ট্রান্সপারেন্ট ডিজ়াইনই দেওয়া হবে এতে। পারফরম্যান্সের দিক থেকে এটি চালিত হবে Snapragon-এর 8 সিরিজ়ের প্রসেসরের সাহায্যে। সেখান থেকেই মনে করা হচ্ছে, আগের মডেলের থেকে এর দাম কিছুটা বেশি হবে। Nothing জানিয়েছে, তাদের পরবর্তী পর্যায়ের ফোনটি আগের তুলনায় আরও ‘প্রিমিয়াম’ হতে চলেছে।

Nothing Phone (1) যখন ভারতে লঞ্চ করা হয়েছিল, Nothing Phone (2)-ও ভারতে লঞ্চ করা হবে বলেই আশা করা হচ্ছে। তবে, সেই ফোন মিড-রেঞ্জ সেগমেন্টেই লঞ্চ হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ফ্লিপকার্ট সেলে এখন অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে Nothing Phone (1)। মাত্র 25,999 টাকায় এই ফোন তাঁরা বাড়ি নিয়ে আসতে পারবেন।

অফিসিয়াল টিজ়ার অনুযায়ী, Nothing Phone (2)-এ একাধিক তাক লাগানো ফিচার্স থাকবে। তার বেশির ভাগই Phone (1)-এর আপগ্রেডেড ভার্সন। সেই দিক থেকে দেখতে গেলে, Phone(1)-এ রয়েছে 6.55 ইঞ্চির ফ্লেক্সিবেল OLED ডিসপ্লে, যাতে 60hz থেকে 120hz পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রয়েছে। সেই সঙ্গেই আবার HDR10+ সাপোর্টেড ফোনটিতে রয়েছে হ্যাপটিক টাচ মোটর। ফোনের সামনে ও পিছনে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5-এর সাপোর্ট। 4500mAh দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। প্রথম প্রজন্মের ফোনেই যদি এমন ফিচার থাকে, তাহলে পরবর্তী ফোনটিতে কী থাকতে পারে, তা বোধ হয় আন্দাজ করা যাচ্ছে।

এদিকে হার্ডওয়্যার হিসেবে ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778+ প্রসেসর রয়েছে, যা পেয়ার করা থাকছে 12GB RAM এবং 256GB স্টোরেজের সঙ্গে। যদিও Phone (2) হাজির হবে Snapdragon 800 সিরিজ় প্রসেসর নিয়ে, যা কোম্পানির তরফে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে।

Nothing Phone (1)-এর পিছনে রয়েছে দুটি ক্যামেরা। তার একটি 50MP Sony IMX766 সেন্সর এবং অপরটি 50MP Samsung JN1 সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। সফটওয়্যার হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে Android 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক NothingOS কাস্টম স্কিন। নতুন ফোনে কেমন ক্যামেরা সেটআপ দেওয়া হয়, সেটাই এখন দেখার।