একজন ভারতীয়ের SIM Card নেওয়ার সংখ্যা কমছে, কঠিন নিয়ম আনতে চলেছে কেন্দ্র
SIM Card Guidelines: ভারত ভুয়ো সিম কার্ডের মাধ্যমে প্রতারণা বন্ধ করতে আরও কঠোর হচ্ছে। তার জন্য নতুন নির্দেশিকা আনছে কেন্দ্র। সেই নির্দেশিকা অনুযায়ী, একটি আইডিতে সরকার মোট চারটি SIM দেওয়ার পরিকল্পনা করছে। এখনও পর্যন্ত এ দেশে একটা আইডিতে নয়টি SIM কার্ড ইস্যু করা হচ্ছিল।
SIM Card News: ডিজিটাল রূপান্তরে ভারতে সচেষ্ট হয়েছে বেশ কিছু বছর আগেই। সেই লক্ষ্যে সে অনেকটাই এগিয়ে গিয়েছে। কিন্তু ডিজিটাল ভারতের পথের একটা বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে সাইবার জালিয়াতি। আধার কার্ড থেকে প্যান কার্ড সিম কার্ড থেকে ভুয়ো ফোন নম্বর, জালিয়াতি চলছে সর্বত্র, সব মাধ্যম ব্যবহার করে। এখন ভারত ভুয়ো সিম কার্ডের মাধ্যমে প্রতারণা বন্ধ করতে আরও কঠোর হচ্ছে। তার জন্য নতুন নির্দেশিকা আনছে কেন্দ্র। সেই নির্দেশিকা অনুযায়ী, একটি আইডিতে সরকার মোট চারটি SIM দেওয়ার পরিকল্পনা করছে। এখনও পর্যন্ত এ দেশে একটা আইডিতে নয়টি SIM কার্ড ইস্যু করা হচ্ছিল। কিন্তু এখন সেই সংখ্যাটাই কমানোর চেষ্টা চলছে সরকারের তরফে।
SIM কার্ডের সংখ্যা কমানো হচ্ছে
একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, টেলিকম বিভাগ প্রতি SIM Card-এর সংখ্যা নির্ধারণে কাজ করছে। চলতি সপ্তাহেই এই বিষয়ে টেলিকম বিভাগ বড় কোনও সিদ্ধান্তের কথা জানাতে পারে। তবে এই প্রথম বার যে সিম কার্ডের সংখ্যা কমানো হচ্ছে, এমনটা নয়। এর আগেও 2021 সালে সিম কার্ডের সংখ্যা নয়ে নামিয়ে আনা হয়েছিল।
ভুয়ো SIM কার্ড শনাক্তকরণে সুবিধা হবে
প্রতিটি সিম কার্ডের জন্য থাকে আলাদা-আলাদা আইডি। এখন আপনাকে যদি আইডির বিরুদ্ধে গিয়ে সিম কার্ড ইস্যু করা হয়, সেক্ষেত্রে আপনাকে https://tafcop.dgtelecom.gov.in সাইটে যেতে হবে। এর আগে নিয়ম ছিল, এক ব্যক্তির সিম কার্ড আইডিতে কোনও ভুয়ো সিম রেজিস্টার্ড হলে তার অভিযোগ করা যাবে। তার মধ্যে দিয়েই আসলে ভুয়ো সিম ব্লক করা যায়।
এখন আপনার মনে হতেই পারে, একটা সিম কার্ড তা যখন বহাল তবিয়তেই রয়েছে, তা নিয়ে খুব একটা বেশি ভেবে লাভ নেই! এমনটা কিন্ত নয়। তার কারণ, আপনার অজান্তেই সিম কার্ড জালিয়াতির ঘটনা ঘটতে পারে। তা যদি হয়, তাতে কী সমস্যায় আপনাকে পড়তে হতে পারে, তার কূলকিনারা করতে পারবেন না।