Amazon ও Flipkart সেলে সবথেকে কম দামে iPhone 13 এবং iPhone 14

iPhone Discount Amazon And Flipkart Sale: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ় সেলে সবথেকে কম দামে পাওয়া যাচ্ছে iPhone 14। ফ্লিপকার্ট সেলের অফারে এই ফোন আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন মাত্র 55,999 টাকায়। গত বছর সেপ্টেম্বরে যখন iPhone 14 দেশের বাজারে লঞ্চ করেছিল, তখন তার দাম ছিল 79,990 টাকা।

Amazon ও Flipkart সেলে সবথেকে কম দামে iPhone 13 এবং iPhone 14
ব্যাপক ছাড়ে জনপ্রিয় দুই আইফোন।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2023 | 12:15 PM

Amazon এবং Flipkart দুই ই-কমার্স প্ল্যাটফর্মেই উৎসবের মরশুমে সবথেকে বড় সেল শুরু হয়ে গিয়েছে। অ্যামাজ়ন যেখানে তার গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চালু করেছে, ঠিক সেখানেই আবার ফ্লিপকার্ট তার বিগ বিলিয়ন ডেজ়ও শুরু করে দিয়েছে। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম দুটির সেলে স্মার্টফোন থেকে শুরু করে স্মার্টওয়াচ, ইয়ারফোন-সহ নানাবিধ গ্যাজেটসে থাকছে আকর্ষণীয় ছাড়। Flipkart ও Amazon-এর সেলে বিভিন্ন iPhone মডেলে কত টাকা পর্যন্ত ছাড় থাকছে, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

Flipkart সেলে বিভিন্ন iPhone-এ ছাড়

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ় সেলে সবথেকে কম দামে পাওয়া যাচ্ছে iPhone 14। ফ্লিপকার্ট সেলের অফারে এই ফোন আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন মাত্র 55,999 টাকায়। গত বছর সেপ্টেম্বরে যখন iPhone 14 দেশের বাজারে লঞ্চ করেছিল, তখন তার দাম ছিল 79,990 টাকা। তবে চলতি বছরে iPhone 15 লঞ্চের পরেই এক ধাক্কায় অনেকটাই সস্তা হয়ে যায় iPhone 14। এই মুহূর্তে Apple-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনই আপনি পেয়ে যাবেন 69,990 টাকায়। সেই জায়গায় ফ্লিপকার্ট সেলে আপনার জন্য থাকছে আরও আকর্ষণীয় অফার।

এদিকে iPhone 14 Plus ফোনটি ফ্লিপকার্টে 64,999 টাকায় বিক্রি করা হচ্ছে। আর যাঁরা iPhone 12 কেনার চিন্তাভাবনা করছেন, ফ্লিপকার্ট তাঁদের জন্য এই ফোনটি 39,999 টাকার মধ্যেই কেনার সুযোগ করে দিয়েছে। এছাড়াও কাস্টমাররা বিভিন্ন ব্যাঙ্কের অফারে অতিরিক্ত কিছু ছাড় পেয়ে যাবেন, থাকছে এক্সচেঞ্জ অফারও।

Amazon সেলে বিভিন্ন iPhone-এ ছাড়

Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলেও iPhone-এর উপরে থাকছে আকর্ষণীয় ছাড়। এই সেলে iPhone 13 পাওয়া যাবে মাত্র 45,999 টাকায়। অন্য দিকে iPhone 14 এবং iPhone 14 Plus এই সেলে আপনার জন্য নিয়ে আসা হয়েছে যথাক্রমে 61,999 টাকা এবং 70,999 টাকায়। অন্য দিকে যাঁরা এই সিরিজ়ের টপ-টায়ার পারফরম্যান্সের ফোন খুঁজছেন, তাঁরা iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max পেয়ে যাবেন যথাক্রমে 1,19,990 টাকা এবং 1,77,999 টাকায়।

এই সিরিজ়েরও প্রত্যেকটি ফোনে থাকছে অতিরিক্ত এক্সচেঞ্জ অফার এবং বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডে আকর্ষণীয় ছাড়।