iQoo 12 আর iQoo 12 Pro শীঘ্রই আসছে, গেমারদের জন্য থাকবে অঢেল ফিচার

iQoo 12 And iQoo 12 Pro: এই দু'টি ফোনেই লেটেস্ট Snapdragon 8 Gen 3 SoC থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনগুলিতে Android 14 অপারেটিং সিস্টেমের পাশাপাশি 144Hz রিফ্রেশ রেট থাকতে পারে। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে।

iQoo 12 আর iQoo 12 Pro শীঘ্রই আসছে, গেমারদের জন্য থাকবে অঢেল ফিচার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 11:43 AM

iQoo 12 এবং iQoo 12 Pro নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনার শেষ নেই। তবে এবার অবশেষে ফোনটি বাজারে আসতে চলেছে। চলতি বছরের নভেম্বরে চিনা বাজারে লঞ্চ হবে এই দুই ফোন। এই ফোনটি গেমিং সেগমেন্টের অধীনে আসতে চলেছে। এই দু’টি ফোনেই লেটেস্ট Snapdragon 8 Gen 3 SoC থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনগুলিতে Android 14 অপারেটিং সিস্টেমের পাশাপাশি 144Hz রিফ্রেশ রেট থাকতে পারে। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে। চিনা বাজারে প্রবেশ করার কয়েক দিনের মধ্যে এই দুই ফোন ভারতে পা রাখবে বলেই আশা করা হচ্ছে। ফোন দু’টিতে কী কী থাকতে পারে, তা ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে।

Weibo-এ একটি পোস্ট শেয়ার করেছে, যাতে বলা হয়েছে এই ফোনগুলি 7 নভেম্বর সন্ধ্যা 7 টায় (IST 4:30 pm) চিনা বাজারে লঞ্চ করা হবে। iQoo 12 সিরিজ কবে ভারতে লঞ্চ হবে সে সম্পর্কে তথ্য এখনও দেওয়া হয়নি। বলা হচ্ছে এটিই হবে প্রথম মোবাইল, যাতে জেনারেটিভ এআই ব্যবহার করা হবে। এটিতে Wi-Fi 7 এবং ডুয়াল ব্লুটুথ সাপোর্ট করবে। সর্বশেষ Snapdragon 8 Gen 3 SoC সহ আসা এই ফোনটি খুব শক্তিশালী হবে।

দুর্দান্ত গেমিং গ্রাফিক্স পাওয়া যাবে…

iQoo 12 সিরিজে আরও ভাল গেমিং গ্রাফিক্সের জন্য রে ট্রেসিং সহ একটি ডেডিকেটেড ডিসপ্লে প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে, PUBG Mobile, PUBG New State, Genshin Impact এবং LoL মোবাইল গেম প্রতি সেকেন্ডে 144 ফ্রেমে খেলা যাবে। লিক হওয়া তথ্য অনুসারে, এই দু’টি ফোনেই 24 GB RAM এবং 1 TB স্টোরেজ থাকবে। এগুলি Android 14 এর সঙ্গে 2K রেজোলিউশন এবং 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট দেওয়া হবে। এগুলোর মধ্যে Samsung E7 AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে।

iQoo 12 সিরিজে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। এর প্রথম সেন্সরটি 50 মেগাপিক্সেলের হবে যা OmniVision OV50H সেন্সর, OIS ব্যবহার করা হতে পারে। অন্যদিকে, দ্বিতীয়টি 50 মেগাপিক্সেল Samsung ISOCELL JN1 সেন্সর। এটি একটি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স। তৃতীয়টি একটি 64-মেগাপিক্সেল OV64B টেলিফটো সেন্সর, যাতে 3x জুমিং ফিচার দেওয়া হবে। iQoo 12-এ 120W ফাস্ট চার্জিং সহ 4880mAh ডুয়াল-সেল ব্যাটারি দেওয়া যেতে পারে। একই সময়ে, iQoo 12 Pro-তে 120W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ একটি 4980mAh ব্যাটারি দেওয়া যেতে পারে।