রাত পোহালেই নয়া স্মার্টফোন লঞ্চ করবে Jio আর Vivo, বিস্তর পার্থক্য ফিচার ও দামে

JioPhone 5G: Geekbench ফোনটির ফিচার স্পেসিফিকেশনের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী, Qualcomm Snapdragon 480+ প্রসেসর দেওয়া হবে JioPhone 5G-তে। এই স্মার্টফোনটিতে Android 13 ব্যবহার করা হয়েছে।

রাত পোহালেই নয়া স্মার্টফোন লঞ্চ করবে Jio আর Vivo, বিস্তর পার্থক্য ফিচার ও দামে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 9:54 AM

Vivo V29e Price: বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় টেলিকম কোম্পানি Jio-এর AGM মিটিং রয়েছে সোমবার অর্থাৎ 28শে অগস্ট। এই ইভেন্টে কোম্পানি JioPhone 5G লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। লঞ্চের আগেই ইন্টারনেটে স্মার্টফোনটির বিস্তারিত ফাঁস হয়ে গিয়েছে। যদি সেই লিক হওয়া তথ্যের কথা বলা হয়, তাহলে Jio-র এই ফোনটি 8 হাজার থেকে 10,000 টাকার মধ্যে লঞ্চ করতে পারে। স্মার্টফোনটিতে 4GB RAM এবং Snapdragon চিপসেট পাওয়া যাবে। Geekbench ফোনটির ফিচার স্পেসিফিকেশনের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী, Qualcomm Snapdragon 480+ প্রসেসর দেওয়া হবে JioPhone 5G-তে। এই স্মার্টফোনটিতে Android 13 ব্যবহার করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনে আর কী কী থাকবে।

JioPhone 5G-তে আপনি 6.5 ইঞ্চি HD + LCD 90Hz স্ক্রিন, 5,000mAh ব্যাটারি এবং 13 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন। ফোনের সামনে সেলফি তোলার জন্য কোম্পানি একটি 8-মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে। কোম্পানিটি এই ফোনে 18W চার্জিং দেবে। তবে এই সব তথ্যই ফাঁস হওয়া তথ্যের উপর ভিত্তি করে আপনাকে জানানো হচ্ছে। আপনাকে আরও সঠিক তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। কারণ অফিসিয়ালি এখনও কিছুই জানায়নি কোম্পানিটি।

Vivo-এই স্মার্টফোনটি লঞ্চ করবে:

Jio ছাড়াও, চিনা স্মার্টফোন নির্মাতা Vivo সেই দিনই অর্থাৎ সোমবার ( 28শে অগস্ট) বাজারে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে। ভিভোর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি লঞ্চিং ইভেন্টটি দেখতে পারবেন। মোবাইল ফোনের অনেক স্পেসিফিসেশনই সামনে এসেছে। কোম্পানি ফ্লিপকার্টে ফোনটি টিজ করেছে। Vivo V29e-এর দাম 27,999 টাকা বা 28,999 টাকা হতে পারে। এই তথ্য টিপস্টার অভিষেক যাদব টুইটারে শেয়ার করেছেন।

Vivo V29e-ফোনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার একটি 64MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। সামনে একটি 50MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে। Vivo V29e-তে 44W ফাস্ট চার্জিং সহ 5000 mAh ব্যাটারি থাকবে। ফোনটি 6.73-ইঞ্চি ডিসপ্লে, Qualcomm Snapdragon 695 এবং 8GB RAM থাকতে পারে।