Realme 11X 5G স্মার্টফোনের প্রথম সেলেই অফারের ফুলঝুরি, বাড়ি নিয়ে আসুন মাত্র 2,667 টাকায়

Realme 11X 5G Sale: এই ফোনটিতে MediaTek Dimensity 6100+ 5G প্রসেসর দেওয়া হয়েছে। এতে 8 GB পর্যন্ত RAM এবং 128 GB স্টোরেজ রয়েছে। এই নতুন ফোনে একটি 6.72 ইঞ্চি ডায়নামিক আল্ট্রা স্মুথ ডিসপ্লে রয়েছে, যা 120 Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে।

Realme 11X 5G স্মার্টফোনের প্রথম সেলেই অফারের ফুলঝুরি, বাড়ি নিয়ে আসুন মাত্র 2,667 টাকায়
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 9:54 AM

Realme 11x 5G সম্প্রতি লঞ্চ হয়েছে। ইতিমধ্যেই এর বিক্রি শুরু হয়ে গিয়েছে। আপনি এটি ই-কমার্স ওয়েবসাইট Flipkart এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Realme.com থেকে কেনতে পারবেন। ফোনটি কেনার সময় ব্যাঙ্কের বিভিন্ন অফার পেয়ে যাবেন। ফলে আপনি অনেক কম দামে এই ফোনটি কিনে নিতে পারবেন। Realme 11x 5G-এর দাম 14,999 টাকা থেকে শুরু। এই ফোনের দু’টি ভ্যারিয়েন্টের দাম কত হবে, কী কী থাকবে ব্যাঙ্কের অফার এবং কী কী ফিচার থাকবে, চলুন সমস্ত কিছু জেনে নেওয়া যাক।

Realme 11x 5G দাম এবং অফার:

এই ফোনের 6 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা। আপনি 11 শতাংশ ছাড়ে 14,999 টাকায় কিনতে পারবেন। অফারের কথা বললে, Flipkart Axis Bank কার্ড থেকে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। 5,000 টাকার ইএমআই ছাড়াই ফোনটি কেনা যাবে। আর 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা। আপনি এই নতুন ফোনটি 2,667 টাকার নো কস্ট ইএমআই-এ কিনতে পারবেন।

Realme 11x 5G-এর ফিচার:

এই ফোনটিতে MediaTek Dimensity 6100+ 5G প্রসেসর দেওয়া হয়েছে। এতে 8 GB পর্যন্ত RAM এবং 128 GB স্টোরেজ রয়েছে। এই নতুন ফোনে একটি 6.72 ইঞ্চি ডায়নামিক আল্ট্রা স্মুথ ডিসপ্লে রয়েছে, যা 120 Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক্সেল রেজোলিউশন 1080*2400 FHD+। ফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এর প্রাইমারি সেন্সরটি 64 মেগাপিক্সেল এবং দ্বিতীয় সেন্সরটি একটি 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। ফোনটিতে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এখানেই শেষ নয়, ফোনটিতে 33W SUPERVOOC এর চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে, যার সঙ্গে একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ফোনটিতে Realme UI 4.0 দেওয়া হয়েছে।