Moto G84 5G লঞ্চ হতে বাকি কয়েকটা দিন, তার আগেই জানুন সস্তার এই 5G ফোনের বিশেষত্ব কী?

Moto G84 5G Features: এই ফোনে Qualcomm Snapdragon 695 SoC দেওয়া হবে। এতে 12GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হতে পারে। ফোনটি Android 13 এর সাপোর্ট নিয়ে আসতে পারে। ফোনটি Marshmallow Blue, Midnight Blue এবং Viva Magenta কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Moto G84 5G লঞ্চ হতে বাকি কয়েকটা দিন, তার আগেই জানুন সস্তার এই 5G ফোনের বিশেষত্ব কী?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 9:53 AM

Moto G84 5G Launch Date: Moto G84 5G শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। গত কয়েক সপ্তাহ ধরে এই ফোন নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। এবার সামনে এসেছে ফোনটির লঞ্চের তারিখ। Moto G84 5G ভারতে 1 সেপ্টেম্বর লঞ্চ হবে। ফোনটির ক্যামেরা, প্রসেসর এবং আরও অনেক ফিচার সম্পর্কে তথ্য দিয়েছে কোম্পানি। এমনকি Moto G84 5G-এর জন্য Flipkart-এ একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। তাই থেকেই জানা যাচ্ছে, ফোনটি 1 সেপ্টেম্বর লঞ্চ হবে। এতে একটি 6.55-ইঞ্চি 10-বিট পোলড ডিসপ্লে দেওয়া হবে। এটি 120Hz-এর রেফ্রেট রেট দেওয়া হবে। এটির 1300 নিট পিক ব্রাইটনেস রয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনে আর কী থাকবে?

এই ফোনে Qualcomm Snapdragon 695 SoC দেওয়া হবে। এতে 12GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হতে পারে। ফোনটি Android 13 এর সাপোর্ট নিয়ে আসতে পারে। ফোনটি Marshmallow Blue, Midnight Blue এবং Viva Magenta কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। মাইক্রোসাইটের মতে, ভিভা ম্যাজেন্টা শেডের ফোনটি ভেগান লেদার ফিনিশ দেওয়া হবে। এছাড়াও আরও কিছু ফিচার ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

ফাঁস অনুসারে, ফোনটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), একটি মাধ্যমিক 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর, একটি 8-মেগাপিক্সেল গভীরতা সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ ইউনিট সহ একটি 50-মেগাপিক্সেলের প্রাথমিক পিছনের সেন্সর প্যাক থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনের ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকবে পাঞ্চ হোল ডিসপ্লেতে।

ফোনটি Dolby Atmos এবং Moto Spatial sound support সহ আসতে পারে। এতে স্টেরিও স্পিকারও দেওয়া হবে। Moto G84 5G কানেকশন সহ বাজারে আসবে। একটি 5000mAh ব্যাটারি দেওয়া হবে, যা 30W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে IP54 রেটিংও দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।