Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lava Agni 2 5G লঞ্চ হল ভারতে, 19,999 টাকার এই ফোনে কী-কী ফিচার মিলছে?

Lava Agni 2 5G Price: স্মার্টফোনটি বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। এতে আপনি 5000 mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং MediaTek Dimensity 7050 চিপসেটের সাপোর্ট পেয়ে যাবেন।

Lava Agni 2 5G লঞ্চ হল ভারতে, 19,999 টাকার এই ফোনে কী-কী ফিচার মিলছে?
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2023 | 12:53 PM

Lava Agni 2 5G Launch Date: ভারতীয় বাজারে সস্তার স্মার্টফোন কোম্পানি হিসেবে Lava বেশ জনপ্রিয়। কোম্পানিটির বেশিভাগ ফোনেরই দাম অনেক কম। কোম্পানিটি সেই জনপ্রিয়তাকে ধরে রাখার জন্যই কোম্পানিটি একের পর এক স্মার্টফোন বাজারে এনে চলেছে। ইতিমধ্যেই Lava ভারতে Lava Agni 2 5G স্মার্টফোন লঞ্চ করেছে। স্মার্টফোনটি বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। এতে আপনি 5000 mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং MediaTek Dimensity 7050 চিপসেটের সাপোর্ট পেয়ে যাবেন। কোম্পানি এই ফোনটি Lava Agni 5G-এর আপগ্রেড ভার্সন হিসেবে লঞ্চ করেছে। সেটি 2021 সালে লঞ্চ করা হয়েছিল। আপনি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজনের মাধ্যমে এটি কিনতে পারবেন। নীল-সবুজ শেড ছাড়াও, এই ফোনটি সাদা এবং কালোতেও পেয়ে যাবেন।

নতুন ফোনটির দাম কত?

Lava Agni 2 5G কোম্পানি দু’টি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। যার মধ্যে রয়েছে 8 ও 128GB স্টোরেজ এবং 8 ও 256GB স্টোরেজ। বেস ভ্যারিয়েন্টের দাম 19,999 টাকা। আর টপ এন্ড ভ্যারিয়েন্টের দাম 23,999 টাকা। আপনি এই ফোনে দুর্দান্ত সব ফিচার পেয়ে যাবেন। তবে এখন প্রশ্ন হল আপনি এই নতুন ফোনটি কিনবেন কেন?

Lava Agni 2 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন:

এতে একটি 6.7-ইঞ্চি কার্ভড ডিসপ্লে রয়েছে, যা 120hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটিতে সর্বশেষ অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 SoC ব্যবহার করা হয়েছে। একটি রিব্র্যান্ডেড মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 চিপসেটও রয়েছে। ফোনটি 8 GB RAM এবং 256 GB স্টোরেজ সহ বাজারে এসেছে। এখানেই শেষ নয়। ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি। স্মার্টফোনটি 66 ওয়াটের দ্রুত চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরার ক্ষেত্রে, ফোনটিতে 4টি ক্যামেরা রয়েছে, যার মধ্যে LED ফ্ল্যাশ সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং বাকি তিনটি অন্যান্য ক্যামেরা পেয়ে যাবেন। ফোনের সামনে একটি 16-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। যার সাহায্যে আপনি দুর্দান্ত সেলফি তুলতে পারবেন। তাহলেই বুঝতেই পারছেন, কোম্পানিটি এই নতুন ফোনে কী ধরনের ফিচার দিয়েছে। তাই নতুন একটি ফোন কেনার প্ল্যান করে থাকলে, আপনি এই ফোনটি কিনে নিতেই পারেন। আর যারা 20 হাজারের মধ্যে একটি ভাল ফোন কিনবেন ভাবছিলেন, তাদের জন্যও এই ফোনটি উপযুক্ত। তাই আর দেরি না করে কিনেই ফেলুন Lava-র এই স্মার্টফোনটি।