Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lava Blaze 5G লঞ্চ হয়ে গেল মাত্র 9,999 টাকায়, 50MP ক্যামেরা ও 5,000mAh ব্যাটারি

Lava Blaze 5G কেনা যাবে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon থেকে। হ্যান্ডসেটটির দাম ₹9,999 এবং গ্লাস ব্লু এবং গ্লাস গ্রিন রঙের বিকল্পগুলি অফার করা হচ্ছে। ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

Lava Blaze 5G লঞ্চ হয়ে গেল মাত্র 9,999 টাকায়, 50MP ক্যামেরা ও 5,000mAh ব্যাটারি
Lava Blaze 5G: এসে গেল লাভার নতুন ব্লেজ় প্রো 5G স্মার্টফোন।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2022 | 8:53 PM

Lava Blaze 5G Launched: দেশি স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা লাভা একটি নতুন এন্ট্রি লেভেল 5G ফোন লঞ্চ করেছে, যার নাম Lava Blaze 5G। অল্প দামের মধ্যে এই ফোনে রয়েছে একাধিক জরুরি ফিচার ও স্পেসিফিকেশন। পারফরম্যান্সের দিক থেকে এই লাভা হ্যান্ডসেট চালিত হবে একটি মিডিয়াটেক চিপসেট দ্বারা, অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 12 ভিত্তিক সফটওয়্যার। 50MP প্রাইমারি ক্যামেরাও দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি।

গত মাসে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে স্মার্টফোনটি প্রথম বার প্রদর্শন করা হয়েছিল। হ্যান্ডসেটটিতে একটি গ্লাস ব্যাক বৈশিষ্ট্য রয়েছে এবং এটি দেখতে লাভা ব্লেজ প্রো-এর অনুরূপ যা সংস্থা সেপ্টেম্বর 2022-এ লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি 4G সংযোগ প্রদান করে এবং পিছনে একটি 50MP ট্রিপল ক্যামেরা রয়েছে। গ্লাস ব্লু, গ্লাস গ্রিন গোল্ড, গ্লাস গ্রিন এবং গ্লাস অরেঞ্জ হল লাভা ব্লেজ প্রো-এর কালার অপশন। এর দাম 10,499 টাকা।

এদিকে Lava Blaze 5G কেনা যাবে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon থেকে। হ্যান্ডসেটটির দাম ₹9,999 এবং গ্লাস ব্লু এবং গ্লাস গ্রিন রঙের বিকল্পগুলি অফার করা হচ্ছে। তবে, কোম্পানি এখনও ফোনটির উপলব্ধতা সম্পর্কে বিশদে কিছুই জানায়নি।

Lava Blaze 5G স্পেসিফিকেশন

Lava Blaze 5G ফোনে রয়েছে 720×1600 HD+ রেজোলিউশনের একটি 6.51 ইঞ্চির স্ক্রিন। ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। ডিভাইসটিতে পারফরম্যান্সের জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 অক্টা-কোর প্রসেসর।

হ্যান্ডসেটটি 4GB RAM এবং 128GB অভ্যন্তরীণ স্টোরেজ অফার করে। Lava Blaze 5G ফোনটি 7GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট করবে। স্মার্টফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে চালিত। ব্যবহারকারীরা সেলফির জন্য সামনে একটি 8MP ক্যামেরা পেয়ে যাবেন। সামনের ক্যামেরাটি ফেস আনলকও সাপোর্ট করে।

পিছনের ক্যামেরা সিস্টেমটি ট্রিপল সেন্সর দিয়ে গঠিত। EIS সাপোর্ট সহ একটি 50MP AI ক্যামেরা রয়েছে। হ্যান্ডসেটটি 2k ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করে এবং বিউটি, এইচডিআর, নাইট, পোর্ট্রেট, ম্যাক্রো, এআই, প্রো, ইউএইচডি, প্যানোরামা, স্লো মোশন, ফিল্টার, জিআইএফ, টাইমল্যাপস এবং কিউআর স্ক্যানারের মতো ক্যামেরা বৈশিষ্ট্যগুলি অফার করে।

Lava Blaze 5G-তে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে। সংস্থার তরফ থেকে বলা হচ্ছে 50 ঘণ্টা পর্যন্ত টকটাইম দিতে সক্ষম ফোনটি। স্মার্টফোনটির পরিমাপ 165.3×76.4×8.9mm এবং ওজন 207 গ্রাম।