Motorola Edge 30 5G ফোন লঞ্চ হল ভারতে, দেখে নিন দাম ও বিভিন্ন ফিচার

Motorola Edge 30 5G: এই ফোনে একটি Triple Rare Camera Setup রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।

Motorola Edge 30 5G ফোন লঞ্চ হল ভারতে, দেখে নিন দাম ও বিভিন্ন ফিচার
মোটোরোলার এই ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন।
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2022 | 6:30 PM

ভারতে লঞ্চ হল Motorola Edge 30। এই 5G ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। এই ফোনেওরি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। অরোরা গ্রিন এবং মেটিওর গ্রে এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে Motorola Edge 30 5G ফোন। Flipkart, Reliance Digital এবং অন্যান্য Retail Store থেকে এই ফোন কেনা যাবে। ১৯ মে থেকে শুরু হবে এই ফোনের বিক্রি। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং EMI ট্রানজাকশনের ক্ষেত্রে ক্রেতারা ২০০০ টাকা ছাড় পাবেন। এবার দেখে নেওয়া যাক Motorola Edge 30 5G ফোনে কী কী ফিচার রয়েছে।

Motorola Edge 30 5G ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন 

  • Motorola Edge 30 5G ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির HD+ pOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। HDR10+ সাপোর্ট রয়েছে এই ডিসপ্লের উপর।
  • এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম। এই ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি।
  • ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক MyUX- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
  • Motorola Edge 30 5G ফোনে একটি Triple Rare Camera Setup রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর। আর রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • Motorola Edge 30 5G ফোনে ৪০২০ mAh ব্যাটারি রয়েছে। এর সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের TurboPower চার্জিং ফিচার।
  • এই ফোন একটি IP52 রেটিং প্রাপ্ত ডিভাইস। অর্থাৎ এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে 5G, 4G LTE, WiFi 6E, Bluetooth 5.2, GPS, NFC এবং USB Type-C পোর্ট।
  • এই ফোনে বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।

Motorola Edge 30 5G ফোন গত মাসে ইউরোপে লঞ্চ হয়েছে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, এই দুই ভ্যারিয়েন্টে ইউরোপে লঞ্চ হয়েছিল এই ফোন।