চিনের পর এবার ভারতেও Motorola Razr 40 Ultra এবং Razr 40 হাজির, অসামান্য দুই ফ্লিপ ফোন, দাম কত?
Razr 40 Ultra মডেলে রয়েছে বড় 3.6 ইঞ্চির আউটার ডিসপ্লে, পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে Snapdragon 8+ Gen 1 প্রসেসর। অন্য দিকে অপেক্ষাকৃত কম দামের Razr 40 ফোনে রয়েছে 1.5 ইঞ্চির আউটার ডিসপ্লে এবং পারফরম্যান্সের জন্য Snapdragon 7 Gen 1 চিপসেট।
Motorola ভারতে দুটি চমৎকার ফ্লিপ ফোন লঞ্চ করল। কয়েক দিন আগেই ফোন দুটি চিনে হাজির হয়েছিল, যাদের নাম Motorola Razr 40 Ultra এবং Razr 40। এদের মধ্যে Razr 40 Ultra মডেলে রয়েছে বড় 3.6 ইঞ্চির আউটার ডিসপ্লে, পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে Snapdragon 8+ Gen 1 প্রসেসর। অন্য দিকে অপেক্ষাকৃত কম দামের Razr 40 ফোনে রয়েছে 1.5 ইঞ্চির আউটার ডিসপ্লে এবং পারফরম্যান্সের জন্য Snapdragon 7 Gen 1 চিপসেট। দুটি ফোনের স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্যগুলি অনেক আগেই জানা গিয়েছিল। এবার ফোল্ডেবল ফোগুলির দামও ঘোষণা করা হল ভারতের বাজারে।
Motorola Razr 40 Ultra: দাম ও অফার
Motorola Razr 40 Ultra ফোনের দাম ভারতের বাজারে 89,999 টাকা। একটাই মাত্র 8GB RAM + 256GB স্টোরেজ ভার্সনের দাম এটি। ভিভা ম্যাজেন্টা এবং ইনফাইনাইট ব্ল্যাক এই দুটি কালারে পাওয়া যাবে ফোনটি। রয়েছে একাধিক অফার। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড যাঁদের কাছে থাকবে তাঁরা পেয়ে যাবেন 7,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। Amazon India এবং Motorola-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। আপনি চাইলে এখনই অ্যামাজ়ন থেকে ফোনটি প্রি-বুক করতে পারেন, যার জন্য আপনাকে 999 টাকা খরচ করতে হবে। 14 জুলাই থেকে ফোনটির বিক্রিবাট্টা শুরু হবে।
Motorola Razr 40 Ultra: ফিচার ও স্পেসিফিকেশন
পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Snapdragon 8+ Gen 1 প্রসেসর। 6.9 ইঞ্চির ফোল্ডেবল pOLED ডিসপ্লে রয়েছে যা ফুল HD+ রেজ়োলিউশন, 165Hz রিফ্রেশ রেট এবং 1,200 নিটস ব্রাইটনেস অফার করছে। এখনও পর্যন্ত বিশ্বে যত ফ্লিপ ফোন রয়েছে, তাদের মধ্যে এই Motorola ফোনের কভার স্ক্রিন সবথেকে বড়। 3.6 ইঞ্চির pOLED প্যানেল রয়েছে, যার রিফ্রেশ রেট 144Hz এবং রেজ়োলিউশন 1,056×1,066 পিক্সেলস।
ফোনের পিছনে রয়েছে দুটি ক্যামেরা। তার একটি 12MP প্রাইমারি সেন্সর এবং 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটির সামনে রয়েছে একটি 32MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা। 8GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে এই ফোনের। এছাড়া অত্যন্ত শক্তিশালী একটি 3,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 30W ওয়্যার্ড এবং 8W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Motorola Razr 40: দাম ও অফার
আলট্রা-র থেকে আর একটু কম দামি Motorola Razr 40 ফোনটি ভারতে পাওয়া যাবে 59,999 টাকায়। এই ফোনেরও একটাই মাত্র স্টোরেজ ভার্সন রয়েছে, যেটি 8GB RAM এবং 256GB। সেজ গ্রিন, সামার লিল্যাক এবং ভ্যানিলা ক্রিম এই তিনটি কালারে পাওয়া যাবে ফোনটি। এখন আপনার কাছে যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে 5,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। তার ফলে ফোনের দাম হয়ে যাচ্ছে 54,999 টাকা। Amazon থেকেই ফোনটি ক্রয় করতে পারবেন। এখনই আপনি 999 টাকা দিয়ে Razr 40 ফ্লিপ ফোনটি প্রি-বুকও করতে পারেন।
Motorola Razr 40: ফিচার ও স্পেসিফিকেশন
পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে একটি Snapdragon 7 Gen 1 প্রসেসর। 6.9 ইঞ্চির pOLED ডিসপ্লে রয়েছে ফোনটিতে, যা ফুল HD+ রেজ়োলিউশন এবং তার রিফ্রেশ রেট 144Hz। আর একটি ছোট 1.5 ইঞ্চির ছোট ডিসপ্লেও রয়েছে। 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ রয়েছে ফোনটির।
ডুয়াল ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনে, যার প্রাইমারি সেন্সর 64MP এবং একটি 12MP আলট্রা ওয়াইড ক্যামেরাও রয়েছে এতে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে একটি 12MP আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া বেশ বড় এবং শক্তিশালী একটি 4,200mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।