‘2G মুক্ত ভারত’ করার লক্ষ্যে Jio Bharat ফোন কেন অদ্বিতীয়: 6 পয়েন্টে সব তথ্য

Jio Bharat V2 4G Price: হ্যান্ডসেটটি কেনার আগে, Jio Bharat V2-এর ছয়টি বিশেষ জিনিস জেনে নিন। তারপরে আপনি নিজেই ঠিক করতে পারবেন, যে ফোনটি কিনবেন কি না। এতে কোম্পানির তরফ থেকে প্রচর কিছু সুবিধা দেওয়া হচ্ছে। সেগুলি কী?

'2G মুক্ত ভারত' করার লক্ষ্যে Jio Bharat ফোন কেন অদ্বিতীয়: 6 পয়েন্টে সব তথ্য
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 4:03 PM

Jio Bharat V2 4G Rechange Plan: সবচেয়ে সস্তা 4G স্মার্টফোন লঞ্চ করেছে Reliance Jio। এই ফোনের দাম মাত্র 999 টাকা। ফোনটিতে এইচডি ভয়েস কলিং, এফএম রেডিও, 128 জিবি এসডি মেমরি কার্ডের সাপোর্ট রয়েছে। এছাড়াও মোবাইলটিতে রয়েছে 4.5 সেমি TFT স্ক্রিন, 0.3 মেগাপিক্সেল ক্যামেরা, 1000 mAh ব্যাটারি, 3.5 মিমি হেডফোন জ্যাক, লাউডস্পিকার এবং টর্চ। ফোনটির দাম কম হওয়ায় অনেকেই কিনতে চাইছেন। হ্যান্ডসেটটি কেনার আগে, Jio Bharat V2-এর ছয়টি বিশেষ জিনিস জেনে নিন। তারপরে আপনি নিজেই ঠিক করতে পারবেন, যে ফোনটি কিনবেন কি না। এতে কোম্পানির তরফ থেকে প্রচর কিছু সুবিধা দেওয়া হচ্ছে। সেগুলি কী? আর কেনার পরে আপনাকে এই ফোনের পিছনে প্রতি মাসে কত টাকা খরচ করতে হবে, তাও জেনে নিন।

28 দিনের বৈধতা পাবেন:

Jio Bharat V2-এর মাসিক প্ল্যান অনেক সস্তা। আপনাকে 28 দিনের মেয়াদ সহ একটি প্ল্যানের জন্য 123 টাকা খরচ করতে হবে। অন্যান্য অপারেটরদের ভয়েস কল এবং 2 জিবি মাসিক প্ল্যান 179 টাকা থেকে শুরু হয়।

28 দিনে কত জিবি ডেটা পাবেন?

Jio Bharat V2-তে 123 টাকার প্ল্যানটি রিচার্জ করলে 14 GB 4G ডেটা অর্থাৎ প্রতিদিন 500 MB ডেটা পেয়ে যাবেন। Jio Bharat V2-এ একটি বার্ষিক প্ল্যানও রয়েছে, যার জন্য আপনাকে 1,234 টাকা দিতে হবে। এতে আর সারাবছর রিচার্জ করার ঝামেলা থাকবে না।

99 শতাংশ জায়গায় নেটওয়ার্ক কভারেজ পাবেন:

Jio Bharat V2-এর ব্যবহারকারীরা দেশের প্রায় সব জায়গায় Jio নেটওয়ার্ক পাবেন। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, Jio নেটওয়ার্ক দেশের জনসংখ্যার 99 শতাংশ কভার করে। অর্থাৎ আপনি যদি পাহাড়েও ঘুরতে যান, তাহলে এটি আপনাকে একই রকম নেটওয়ার্ক কভারেজ দেবে।

অ্য়াপের সুবিধা পাবেন:

এই সস্তা 4G ফোনে JioSaavn-এর মাধ্যমে সব ভাষায় 80 মিলিয়নেরও বেশি গান শুনতে পারবেন। JioCinema অ্যাপের মাধ্যমে আপনি সিনেমা, ভিডিয়ো, স্পোর্টস হাইলাইট এবং আরও অনেক কিছু দেখতে পারবেন। আর সব কিছুই 123 টাকার প্ল্যানটির মধ্য়েই। তার জন্য আপনাকে অতিরিক্ত কোনও টাকা খরচ করতে হবে না।

UPI-এর সাপোর্ট পাবেন:

আপনি Jio Bharat V2 ফোনে UPI-এর মাধ্যমে টাকা পাঠাতে এবং পেতে পারেন। অর্থাৎ এতদিন যে সুবিধা শুধু স্মার্টফোনে পাওয়া যেত, এখন তা আপনি এই ফোনেই পাবেন।

ভয়েস এবং ক্যামেরার সাপোর্ট:

কল বা বিনোদনের জন্য আপনি এই মোবাইলে স্পষ্ট ভয়েসের সাপোর্ট পাবেন। এছাড়াও আপনি এটিতে একটি ক্যামেরা পাবেন।