বিরাট Offer! মাত্র 2,000 টাকায় মিলছে Nokia-র এই স্মার্টফোন, 3 দিনের ব্যাটারি জীবন, কোথায়, কীভাবে?
Amazon Monsoon Carnival Sale Nokia G21 Offer: নোকিয়া জি২১ ফোনটি অ্যামাজন মনসুন কার্নিভ্যাল সেলে খুবই কম দামে পাওয়া যাচ্ছে। এতটাই কম যে মাত্র 2,000 টাকায় এই ফোনটি আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন।
অ্যামাজনে শুরু হয়েছে মনসুন কার্নিভ্যাল সেল (Amazon Monsoon Carnival Sale)। 18 জুন থেকে শুরু হয়ে এই সেল চলবে 22 জুন পর্যন্ত। অর্থাৎ বুধবারই হল সেলের শেষ দিন। চার দিনের এই সেলে স্মার্টফোন থেকে শুরু করে স্মার্টটিভি-সহ বিবিধ রেঞ্জের ইলেকট্রনিক ডিভাইসে মিলছে আকর্ষণীয় ছাড়। কেবল স্মার্টফোনেই এই সেল থেকে আপনি পেয়ে যাবেন 40% ছাড়। এখন আপনি যদি একটা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবেন। আর আপনার বাজেটও যদি কম হয়, তাহলে আজই আপনার জন্য সবথেকে বড় সুযোগ রয়েছে। 2,000 টাকারও কম দামে অ্যামাজন থেকে পেয়ে যাবেন Nokia G21 ফোনটি। কীভাবে এই অফার আপনি পাবেন, দেখে নেওয়া যাক।
Nokia G21 অফার ও ডিসকাউন্ট
এমনিতে মার্কেটে Nokia G21 ফোনটির দাম 14,499 টাকা। এমনিতে মার্কেটে এই ফোনটি লঞ্চ করা হয়েছিল এই একই দামে। অ্যামাজনে এই ফোনেই দেওয়া হচ্ছে 10% ছাড়। ফলে, Nokia G21 ফোনটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 12,999 টাকা। এরপরেও আবার থাকছে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জের মতো আকর্ষণীয় অফার। যার ফলে ফোনটির দাম আরও কম হয়ে যাবে।
Nokia G21 ব্যাঙ্ক অফার
এই Nokia G21 ফোনটি আপনি যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ক্রয় করেন, তাহলে আরও অতিরিক্ত 1,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাহলে ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 11,999 টাকায়।
Nokia G21 এক্সচেঞ্জ অফার
Nokia G21 ফোনে মিলছে 10,050 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। অর্থাৎ আপনি যদি পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নিজেকে যদি একটা Nokia G21-এ আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে পেয়ে যাবেন 10,050 টাকা পর্যন্ত ছাড়। কিন্তু এই ছাড় আপনি তখনই পাবেন, যখন ফোনের পরিস্থিতি খুব ভাল থাকবে। আর তাতে করেই এই ফোনটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 1,949 টাকা।
Nokia G21 স্পেসিফিকেশনস
Nokia G21 ফোনে দেওয়া হয়েছে একটি 6.5 ইঞ্চির ডিসপ্লে। HD+ রেজ়োলিউশনের এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সাপোর্ট করে। ডিভাইসে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে একটি Unisoc T606 প্রসেসর, যা ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই-এর জন্য সাপোর্ট করে। দুটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরা হিসেবে একটি 50MP সেন্সর এবং সেকেন্ডারি হিসেবে রয়েছে একটি 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। এই ফ্রন্ট ক্যামেরায় আবার এআই নাইট সেলফি ফিচারও রয়েছে। Nokia G21 ফোনে রয়েছে একটি শক্তিশালী 5,050mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।