Nothing Phone (2) আসছে জুলাইতে, সিইও কার্ল পেই করলেন অনেক রহস্যের উন্মোচন

Nothing Phone 2 Launch News: পারফরম্যান্সের জন্য Nothing Phone (2) চালিত হচ্ছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 প্রসেসরের সাহায্যে। কার্ল পেই এর মধ্যে আবার জানালেন, ফোনটিতে থাকছে একটি 4700mAh ব্যাটারি। আগের মডেল অর্থাৎ Nothing Phone (1)-এ দেওয়া হয়েছিল এর থেকে অনেকটাই ছোট 4500mAh ব্যাটারি।

Nothing Phone (2) আসছে জুলাইতে, সিইও কার্ল পেই করলেন অনেক রহস্যের উন্মোচন
জুলাই মাসে ভারতে আসছে Nothing Phone 2।
Follow Us:
| Edited By: | Updated on: May 27, 2023 | 1:07 PM

Nothing Phone (2) লঞ্চ করতে চলেছে জুলাই মাসে। দীর্ঘ কয়েক মাস ধরে একাধিক জল্পনা চলার পর থেকে সংস্থার তরফে ফোন লঞ্চের অফিসিয়াল ঘোষণা করা হয় কয়েক দিন আগেই। এখন Nothing CEO কার্ল পেই-ও জানালেন জুলাই মাসেই লঞ্চ করে যাবে নাথিংয়ের পরবর্তী ফোন। ফোর্বস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন কার্ল পেই। পাশাপাশি তিনি ফোনের একাধিক উপাদান সম্পর্কেও জানিয়েছেন।

এর আগে একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছিল, পারফরম্যান্সের জন্য Nothing Phone (2) চালিত হচ্ছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 প্রসেসরের সাহায্যে। কার্ল পেই এর মধ্যে আবার জানালেন, ফোনটিতে থাকছে একটি 4700mAh ব্যাটারি। আগের মডেল অর্থাৎ Nothing Phone (1)-এ দেওয়া হয়েছিল এর থেকে অনেকটাই ছোট 4500mAh ব্যাটারি।

নান্দনিকতা এবং নকশার দিক থেকে Nothing Phone (2) সম্পর্কিত তেমন কোনও তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তবে কোম্পানি কয়েক মাস আগে ফোনের একটি টিজ়ার প্রকাশ করেছিল। সেখানেই দেখা গিয়েছিল Nothing Phone (2) লুক ও ডিজ়াইনের দিক থেকে Nothing Phone (1)-এর চেয়ে খুব একটা আলাদা হচ্ছে না। অর্থাৎ ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল থাকছে এবং সেই সঙ্গেই সিগনেচার গ্লিফ লাইটিং ইন্টারফেস দেওয়া হচ্ছে, যা প্রথম ফোন থেকেই জনপ্রিয়তা পেয়েছে।

Nothing-এর টিজ়ার ভিডিয়োতে দেখা গিয়েছে, ফোনের ব্যাক প্যানেলে একটি রেড LED ইন্ডিকেটর। আর একটি রহস্যজনক সুইচ থাকছে ফোনটিতে, যদিও সেটি কী কাজে লাগবে সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও পর্যন্ত। মনে করা হচ্ছে, সংস্থাটি এই ফোন সম্পর্কে আরও হাইপ তৈরি করার পর জুলাইয়ের আগে ধীরে ধীরে Nothing Phone (2) সম্পর্কে আরও তথ্য জানাবে।

তবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে, Nothing Phone (2) তার আগের মডেলের থেকে আরও একাধিক গুরুত্বপূর্ণ ফিচার পেতে চলেছে। কার্ল পেই জানিয়েছেন, Nothing-এর জন্য তার ডিভাইসের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল ফোনের ক্যামেরা। আগের ফোনের ক্ষেত্রে ক্যামেরার সফটওয়্যার সংক্রান্ত কিছু সমস্যা দেখা গিয়েছিল ঠিকই, এক্ষেত্রে তার পুনরাবৃত্তি হবে না বলেই জানিয়েছে সংস্থাটি।

এখন সবথেকে বড় বিষয়। এ বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে, ফ্ল্যাগশিপ গ্রেডের Snapdragon 8+ Gen 1 চিপসেট দেওয়া হচ্ছে ফোনটিতে। মনে করা হচ্ছে, Nothing Phone (2)-এর দামও 35,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যেই হতে পারে।