OnePlus Ace 2V Feature Leak: লঞ্চের আগেই ফাঁস OnePlus Ace 2V ফোনের ফিচার, রয়েছে 5000mAh ব্যাটারি
OnePlus Ace 2V Specifications: OnePlus-এর পরবর্তী Ace Edition স্মার্টফোন ঘোষণা করেছে। কোম্পানি এই ফোনটি OnePlus Ace 2V নামে লঞ্চ করতে চলেছে। ফোনটি 7 মার্চ লঞ্চ হতে চলেছে। এই নতুন স্মার্টফোনটি গত কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে। তবে এখন এর স্পেসিফিকেশনও ফাঁস হয়ে গিয়েছে।
OnePlus Ace 2V Feature: OnePlus-এর পরবর্তী Ace Edition স্মার্টফোন ঘোষণা করেছে। কোম্পানি এই ফোনটি OnePlus Ace 2V নামে লঞ্চ করতে চলেছে। ফোনটি 7 মার্চ লঞ্চ হতে চলেছে। এই নতুন স্মার্টফোনটি গত কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে। তবে এখন এর স্পেসিফিকেশনও ফাঁস হয়ে গিয়েছে। ফোনটিতে 5,000mAh ব্যাটারি রয়েছে বলে জানা গিয়েছে। এতে ডাইমেনসিটি 9000 চিপসেট দেখা যাবে। OnePlus Ace 2V সম্পর্কে সর্বশেষ ফাঁস হওয়া ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
OnePlus Ace 2V 5,000mAh/80W 8.15mm, 191.5g#OnePlus #OnePlusAce2V #OnePlusNord3 pic.twitter.com/kTFDcK40yv
— Mukul Sharma (@stufflistings) March 3, 2023
OnePlus Ace 2 V হল চীনা স্মার্টফোন নির্মাতা OnePlus-এর আসন্ন একটি স্মার্টফোন। এই ফোনটি 7 মার্চ চিনে লঞ্চ হবে। তবে বুঝতেই পারছেন যে, এটি বাজারে আসতে আর বেশি দিন বাকি নেই। বিখ্যাত টিপস্টার মুকুল শর্মা তার টুইটার হ্যান্ডেলে এই নতুন ফোনটি সম্পর্কে একটি বড় আপডেট দিয়েছেন। টিপস্টারের মতে, OnePlus Ace 2V-এ 5000 mAh ব্যাটারি দেখা যাবে। এছাড়াও 80W ফাস্ট চার্জিংয় সাপোর্ট রয়েছে। OnePlus Ace 2V-এর ডিজাইন সম্পর্কেও টিপস্টার আপডেট দিয়েছেন। ফোনটির ওজন 191.5 গ্রাম হতে চলেছে। টিপস্টার এই স্পেসিফিকেশনগুলির সঙ্গে ফোনের কিছু ফটোও শেয়ার করেছেন, যা কোম্পানির অফিসিয়াল পোস্টারের মতোই দেখতে। অন্য একটি পোস্টে, টিপস্টার অন্যান্য কিছু ফিচারও প্রকাশ করেছেন। সেই পোস্ট অনুসারে, OnePlus Ace 2V-তে IR ব্লাস্টার দেখা যাবে। স্মার্টফোনটিতে NFC সাপোর্ট করবে বলে জানা গিয়েছে।
টিপস্টার মুকুল শর্মা একটি পোস্টে ফোনের রঙের বিষয়েও উল্লেখ করেছেন। সম্প্রতি একটি পোস্টের মাধ্যমে টিপস্টার জানিয়েছেন, ফোনটি মিন্ট এবং কালো রঙে লঞ্চ করা যেতে পারে।
OnePlus Ace 2V confirmed to feature an IR Blaster and full-function NFC support.#OnePlus #OnePlusAce2V #OnePlusNord3 pic.twitter.com/miaa4o5hZd
— Mukul Sharma (@stufflistings) March 3, 2023
ফোনটির লঞ্চ হতে আর বেশি দিন বাকি নেই। এখনও পর্যন্ত আসা আপডেট অনুযায়ী, ফোনটিতে একটি 6.74-ইঞ্চি OLED ডিসপ্লে দেখা যাবে, যার রেজোলিউশন 1.5K হবে। এটির রিফ্রেশ রেট 120Hz হতে পারে। ফোনটিতে 1450 nits এর পিক ব্রাইটনেস দেওয়া যেতে পারে। ডিভাইসটি HDR 10 প্লাস-এর সাপোর্ট সহ আসতে পারে। এতে 16GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 64-মেগাপিক্সেল মেন লেন্স সহ পিছনে একটি ট্রিপল ক্যামেরা এবং সামনে একটি 16-মেগাপিক্সেল সেলফি শুটার থাকতে পারে।