AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OnePlus-এর এই দুই স্মার্টফোনে আগুন, হঠাৎ কী কারণে বিপদ? জেনে নিন এখনই

Mobile Blast Safety Tips: মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে দাবি করা হয়েছে যে, OnePlus Nord 2T এবং OnePlus Nord CE 3 Lite-এ আকস্মিক বিস্ফোরণ ঘটেছে। OnePlus Nord CE3 Lite কোম্পানির লেটেস্ট ফোন।

OnePlus-এর এই দুই স্মার্টফোনে আগুন, হঠাৎ কী কারণে বিপদ? জেনে নিন এখনই
| Edited By: | Updated on: Jun 01, 2023 | 8:30 AM
Share

OnePlus Mobile Explosion: ফোন বিস্ফোরণের অনেক ঘটনাই আগে সামনে এসেছে। তবে সম্প্রতি একটি ঘটনা সামনে এসেছে, যা নেটিজ়েনদের মধ্যে আলোরণ সৃষ্টি করেছে। সম্প্রতি কিংবদন্তি স্মার্টফোন কোম্পানি OnePlus-র ফোনে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে দাবি করা হয়েছে যে, OnePlus Nord 2T এবং OnePlus Nord CE 3 Lite-এ আকস্মিক বিস্ফোরণ ঘটেছে। OnePlus Nord CE3 Lite কোম্পানির লেটেস্ট ফোন। ফোনটি বাজারে আসার পর থেকেই মানুষের মধ্যে বিরাট জনপ্রিয়তা লাভ করেছে। হঠাৎই ফোন ফেটে যাওয়ার অনেক কারণ আছে। সেই কারণগুলি সম্পর্কে আপনার জানা প্রয়োজন। যাতে আপানর সঙ্গে এমন কিছু না হয়।

@Trolling_isart নামের একজন ব্যবহারকারী টুইটারে দাবি করেছেন যে, একজন ব্যক্তি 4 মে OnePlus Nord 2T কিনেছেন। ছয় দিন পর, বাইক চালানোর সময় তার পকেটে থাকা স্মার্টফোনটি বিস্ফোরিত হয়। তিনি টুইটারের মাধ্যমে ওয়ানপ্লাসের সোশ্যাল মিডিয়া টিমের কাছে এই বিষয়ে অভিযোগ করেছেন। টুইটে দাবি করা হয়েছে যে, সংস্থাটি ব্যবহারকারীর ভুল সম্পর্কে জানিয়েছেন। এই খরচের সত্যতা যাচাই করা হয়নি। আর তাছাড়া সংস্থাটিও এই বিষয়ে কোনও বিবৃতি দেয়নি।

এই টুইটের কমেন্টে @shadabsidd12 হ্যান্ডেল সহ অন্য একজন ব্যবহারকারী ওয়ানপ্লাস ফোনে বিস্ফোরণের বিষয়ে জানিয়েছেন। ব্যবহারকারী দাবি করেছেন যে, তিনি কয়েকদিন আগে OnePlus Nord CE 3 Lite কিনেছেন। 3 দিন পর বাইক চালানোর সময় ফোনটি বিস্ফোরিত হয়। এমন কেন হচ্ছে? কোনও ফোন বিস্ফোরিত হয় কেন? চলুন জেনে নেওয়া যাক।

ফোনে বিস্ফোরণ কেন হয়?

  • ফোন ফেটে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। স্মার্টফোন তৈরির সময় কোনও ভুল করে থাকলে বিস্ফোরণ ঘটাতে পারে। কোম্পানির উচিত লিথিয়াম-আয়ন ব্যাটারি সঠিকভাবে পরীক্ষা করা। একই সময়ে, ফোন অ্যাসেম্বলিংয়ে কোনও ভুল উপাদান বা ত্রুটি থাকলেও ফোনটি বিস্ফোরিত হতে পারে।
  • ফোন বিস্ফোরণে ব্যাটারির একটি বড় ভূমিকা রয়েছে। ভুলবশত ফোনটি পড়ে গেলে, ব্যাটারির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে শর্ট-সার্কিট, অতিরিক্ত গরম হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। সেজন্য ব্যাটারি নষ্ট হয়ে গেলে নতুন ব্যাটারি কেনাই ভাল।
  • ফোন ব্র্যান্ডের চার্জার ছাড়া অন্য চার্জার দিয়ে ফোন চার্জ করলেও এমন ঘটনা ঘটতে পারে। থার্ড-পার্টি বা লোকাল চার্জার ব্যবহার না করাই ভাল। এছাড়াও ওভার হিট, ওভারচার্জিং, শর্ট সার্কিটের মতো সমস্যায় ফোন বিস্ফোরিত হতে পারে।