OnePlus Nord CE 3 Lite লঞ্চ হয়ে গেল 19,999 টাকায়, 108MP ক্যামেরা ও 67W SUPERVOOC চার্জিং সাপোর্ট
Nord CE 3 Lite ফোনের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 19,999 টাকা। আর একটি হাই-এন্ড ভ্যারিয়েন্ট রয়েছে। সেই 8GB RAM + 256GB স্টোরেজ স্পেসের দাম 21,999 টাকা।
OnePlus ভারতে একটি নতুন ফোন নিয়ে হাজির হল, যার নাম OnePlus Nord CE 3 Lite। আকর্ষণীয় কিছু ফিচার্স এবং আগের প্রজন্মের তুলনায় একাধিক আপগ্রেডেশন পেয়েছে ফোনটি। ডিজ়াইনেও অভিনবত্ব যোগ করা হয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর। সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স ভিত্তিক OxygenOS 13.1 অপারেটিং সিস্টেম রয়েছে। ট্রিপল ক্যামেরা সেটআপের ফোনটিতে 108MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি ডেপথ এবং আর একটি ম্যাক্রো লেন্স। OnePlus Nord CE 3 Lite-এর দাম সহ ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
OnePlus Nord CE 3 Lite: দাম ও অন্যান্য তথ্য
এই Nord CE 3 Lite ফোনের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 19,999 টাকা। আর একটি হাই-এন্ড ভ্যারিয়েন্ট রয়েছে। সেই 8GB RAM + 256GB স্টোরেজ স্পেসের দাম 21,999 টাকা। দুটি কালার অপশন রয়েছে এই ফোনের- প্যাস্টেল লাইম এবং ক্রোম্যাটিক। এই দুই কালার অপশনই ব্যবহারকারীদের কাছে অত্যন্ত রিফ্রেশিং দেখাবে।
OnePlus Nord CE 3 Lite: ফিচার ও স্পেসিফিকেশন
নামেই রয়েছে তার কানেক্টিভিটি। ঠিক ধরেছেন, 5G সাপোর্ট করবে ফোনটি। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে Qualcomm Snapdragon 695 5G প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা রয়েছে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে Android 13 আউট অফ দ্য বক্স ভিত্তিক OxygenOS 13.1 অপারেটিং সিস্টেম।
5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই OnePlus Nord CE 3 Lite ফোনে, যা 67W SUPERVOOC চার্জিং সাপোর্ট করে। ফোনের রিটেল বক্সের সঙ্গে দেওয়া হচ্ছে একটি 80W ফাস্ট চার্জার।
6.72 ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে ফোনটিতে, যার রিফ্রেশ রেট 120 Hz। কর্নিং গোরিলা গ্লাসের পরিবর্তে এই ফোনের ডিসপ্লেতে রয়েছে Asahi Dragontrail Star গ্লাস। ফোনের ডিসপ্লে 60 Hz এবং 120 Hz রিফ্রেশ রেটের মধ্যে সুইচ করার অপশনও রয়েছে ব্যবহারকারীদের কাছে। একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে, যা পাওয়ার বাটন হিসেবেও কাজ করবে।
ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে OnePlus Nord CE 3 Lite ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে 108MP স্যামসাং HM6 সেন্সর রয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 2MP ডেপথ সেন্সর এবং আর একটি 2MP ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।