Redmi 10A OFFER: লঞ্চের এক বছর পরেও Amazon-এর ‘বেস্ট সেলার’, মাত্র 499 টাকাতেই কিনতে পারেন
Redmi 10A-র উপরে Amazon আপনাকে 8,500 টাকা পর্যন্ত ছাড় দেবে। ফলে, ফোনটি আপনি মাত্র 499 টাকাতেই বাড়ি নিয়ে আসতে পারবেন। তবে, সেই ছাড়ের অঙ্কটা নির্ভর করবে আপনি যে ফোনটা বদলাবেন, তার কন্ডিশনের উপরে।
Redmi 10A Amazon Offer: ভারতে Xiaomi-র Redmi ব্র্যান্ডিংয়ে যে সব হ্যান্ডসেট রয়েছে, তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ফোন হল Redmi 10A। এই ফোনটি 2022 সালের মার্চে ভারতে লঞ্চ করা হয়েছিল। এখন এই জনপ্রিয় রেডমি ফোনটিকেই Amazon-এর Best Selling সেগমেন্টে রাখা হয়েছে। প্রায় এক বছর আগে লঞ্চ হয়েছিল এই ফোন। এখনও সমান ভাবে জনপ্রিয়। প্রতিদিন এই ফোন ক্রয় করেন প্রচুর মানুষ। তাই এই Redmi 10A-র উপরেই সবথেকে আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। ফোনটির দাম 11,999 টাকা। তবে Amazon-এর বিভিন্ন অফার মিলিয়ে এই ফোনই আপনি বাড়ি নিয়ে আসতে পারেন মাত্র 499 টাকায়। অবাক হচ্ছেন তো! ভাবছেন, কীভাবে সম্ভব? প্রায় 12,000 টাকা দামের একটা রেডমি ফোন আপনি কীভাবে 500 টাকারও কম দামে কিনতে পারবেন, তাই জেনে নেওয়া যাক।
Redmi 10A: কী অফার রয়েছে Amazon-এ?
Redmi 10A ফোনের চারকোল ব্ল্যাক 4GB + 64GB স্টোরেজ মডেলের দাম 11,999 টাকা। এই ফোনের উপরেই Amazon সরাসরি 25% শতাংশ ছাড় দিচ্ছে। ফলে, ফোনের দাম নেমে আসছে সরাসরি 8,999 টাকায়। ব্যাঙ্কের অফারও রয়েছে এই ফোনে। আপনার কাছে যদি HSBC ক্যাশব্যাক ক্রেডিট কার্ড থাকে এবং আপনি যদি সেই কার্ড ব্যবহার করে ফোনটি ক্রয় করেন, তাহলে 250 টাকার অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।
স্ট্যান্ডার্ড এবং নো কস্ট দুই EMI অপশনই রয়েছে ফোনটিতে। স্ট্যান্ডার্ট EMI অপশনে এই ফোন ক্রয় করতে আপনাকে প্রতি মাসে 430 টাকা খরচ করতে হবে। অন্য দিকে নো কস্ট ইএমআই অপশনে আপনি যদি ফোনটি কেনেন, সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে 502.48 টাকা খরচ করতে হবে।
সবথেকে আকর্ষণীয় অফারটি আপনি পেয়ে যাবেন পুরনো ফোন এক্সচেঞ্জ করে। এক্সচেঞ্জ অফারে Redmi 10A-র উপরে Amazon আপনাকে 8,500 টাকা পর্যন্ত ছাড় দেবে। ফলে, ফোনটি আপনি মাত্র 499 টাকাতেই বাড়ি নিয়ে আসতে পারবেন। তবে, সেই ছাড়ের অঙ্কটা নির্ভর করবে আপনি যে ফোনটা বদলাবেন, তার কন্ডিশনের উপরে।
Redmi 10A: লঞ্চের এক বছর পরেও ফোনটি প্রাসঙ্গিক কেন?
একথা অস্বীকার করার উপায় নেই যে, লঞ্চের এক বছর পরেও Redmi 10A সমানভাবে প্রাসঙ্গিক। আর তা প্রমাণ করে দিচ্ছে ফোনের ব্যাপক বিক্রিবাট্টা। কম দামের এই ফোনে বেসিক কিছু ফিচার্স রয়েছে, যেগুলি আকর্ষণীয়ও বটে। সেই ফিচার ও স্পেসিফিকেশনগুলিই একবার দেখে নেওয়া যাক।
1) Redmi 10A ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার রেজ়োলিউশন 1600X700 পিক্সেলস। ডিসপ্লেটির অ্যাসপেক্ট রেশিও 20:9।
2) পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি মিডিয়াটেক হেলিও G25 অক্টা-কোর প্রসেসর। সফটওয়্যার হিসেবে রয়েছে Android 12 ভিত্তিক MIUI 12.5 অপারেটিং সিস্টেম।
3) অত্যন্ত শক্তিশালী এবং বড় একটি 5000mAh ব্যাটারি রয়েছে। ফোনের বক্সের সঙ্গে একটি 10W ফাস্ট চার্জার দেওয়া হচ্ছে, যা Micro USB কানেক্টিভিটি সাপোর্ট করে।
4) 4GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজ রয়েছে এই ফোনের। এই স্টোরেজ আপনি 512GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন একটি এসডি কার্ডের সাহায্যে।
5) ফোনটির পিছনে রয়েছে একটি 13MP ক্যামেরা এবং সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।