Oppo Find N3 Flip লঞ্চ হয়ে গেল, দাম ও ফিচার্স জেনে নিন

Oppo Find N3 Flip Price: চিনে এই ফোনের প্রি-বুকিংও শুরু হয়ে গিয়েছে। সে দেশে ফোনটির দাম শুরু হচ্ছে CNY 6,799 বা ভারতীয় মুদ্রায় প্রায় 77,100 টাকা থেকে। তবে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করা হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি Oppo।

Oppo Find N3 Flip লঞ্চ হয়ে গেল, দাম ও ফিচার্স জেনে নিন
এসে গেল Oppo-র নতুন ফ্লিপ ফোন।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2023 | 11:45 AM

Oppo তার দ্বিতীয় ফ্লিপ স্টাইলের ফোল্ডেবল ফোনটি লঞ্চ করে দিল, যার নাম Oppo Find N3 Flip। গত বছর যে Find N2 Flip নিয়ে এসেছিল সংস্থাটি, নতুন ফোনটিও কিছুটা একইরকম দেখতে। মূলত যে পরিবর্তনগুলি করা হয়েছে, সেগুলি হল নতুন ফ্লিপ ফোনের ক্যামেরা ডিপার্টমেন্টে। তবে নতুন Oppo Find N3 Flip ফোনটি আপাতত নিয়ে আসা হয়েছে কেবল চিনের মার্কেটের জন্যই।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হচ্ছে একটি MediaTek Dimensity 9200 চিপসেটের সাহায্যে। এটিই Oppo-র প্রথম ফ্লিপ-স্টাইলের ফোন, যাতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে এবং সেই ক্যামেরা টিউন করেছে Hasselblad। এই Oppo Find N3 Flip ফোনে রয়েছে 50MP সেন্সর, একটি 32MP টেলিফটো লেন্স এবং 48MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে একটি 32MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

ফোনটি OnePlus থেকে অ্যালার্ট স্লাইডার ধার করেছে, যা আপনাকে বিভিন্ন সাউন্ড প্রোফাইলের মধ্যে সহজেই স্যুইচ করতে দেয়। Oppo Find N2 Flip এর মতোই এই নতুন ফোনটিতেও রয়েছে 3.26 ইঞ্চির আউটার ডিসপ্লে এবং একটি 120Hz LTPO 6.8 ইঞ্চির AMOLED ইনার স্ক্রিন, যার পিক ব্রাইটনেস 1,600 নিটস।

সফটওয়্যারের দিক থেকে Android 13 আউট অফ দ্য বক্স ভিত্তিক ColorOS 13.2 এর সাহায্যে দৌড়চ্ছে ফোনটি। ফোনের বাইরের ডিসপ্লেতে একাধিক নতুন আপগ্রেড দিয়েছে ওপ্পো। আগের তুলনায় এখন আরও বেশি উইজেট, মাল্টিপল ট্রাভেল, নেভিগেশন এবং সোশ্যাল মিডিয়া অ্যাপ ইত্যাদির সবই আউটার ডিসপ্লে থেকেই দেখা যাবে। ডিভাইসটিতে 12GB RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া অত্যন্ত শক্তিশালী একটি 4,300mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

চিনে এই ফোনের প্রি-বুকিংও শুরু হয়ে গিয়েছে। সে দেশে ফোনটির দাম শুরু হচ্ছে CNY 6,799 বা ভারতীয় মুদ্রায় প্রায় 77,100 টাকা থেকে। তবে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করা হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি Oppo।