Realme 9i: ভারতে আসছে রিয়েলমি ৯আই, কবে লঞ্চ হবে এই স্মার্টফোন? দেখে নিন সম্ভাব্য ফিচার

রিয়েলমি ৯আই ফোনের দাম ভারতে কত হতে পারে? কী কী ফিচারই বা থাকতে পারে এই ফোনে? দেখে নিন।

Realme 9i: ভারতে আসছে রিয়েলমি ৯আই, কবে লঞ্চ হবে এই স্মার্টফোন? দেখে নিন সম্ভাব্য ফিচার
Photo Credit: GSMArena.com

ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ৯আই (Realme 9i)। রিয়েলমি ৯ সিরিজের (Realme 9 Series) এই ফোন দেশে লঞ্চ হবে আগামী ১৮ জানুয়ারি। সম্প্রতি রিয়েলমি সংস্থা একথা ঘোষণা করেছে। ইতিমধ্যেই রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। সেই সঙ্গে রিয়েলমি ৯আই ফোনের (Realme 9I Smartphone) বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশনও উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর- সহ রিয়েলমি ৯ সিরিজের এই ফোন সম্প্রতি ভিয়েতনামে লঞ্চ হয়েছে। ওই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়াও রিয়েলমি ৯আই ফোনে রয়েছে একটি ৫০০০এমএএইচ ব্যাটারি এবং তার সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট। এর পাশাপাশি ভারতে রিয়েলমি ৯আই ফোনের দাম কত হতে পারে সেই প্রসঙ্গেও আভাস পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে, মিড-রেঞ্জের স্মার্টফোন হিসেবে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি ৯আই ফোন।

ভারতে কবে, কখন লঞ্চ হচ্ছে রিয়েলমি ৯আই ফোন?

১৩ ডিসেম্বর বৃহস্পতিবার রিয়েলমি ইন্ডিয়ার তরফে টুইট করে জানানো হয়েছে যে, ভারতে রিয়েলমি ৯আই লঞ্চ হবে আগামী ১৮ জানুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে। রিয়েলমির সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলে এই ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট দেখানো হবে। Realme.com ওয়েবসাইটে ইতিমধ্যেই রিয়েলমি ৯আই ফোনের জন্য একটি ডেডিকেটেড ওয়েবপেজ তৈরি করা হয়েছে।

ভারতে রিয়েলমি ৯আই ফোনের দাম কত হতে পারে?

জনপ্রিয় টিপস্টার যোগেশ বরার (@heyitsyogesh) টুইট করে রিয়েলমি ৯আই ফোনের দাম সম্পর্কে আভাস দিয়েছে। এই টিপস্টারের কথায়, রিয়েলমি ৯ সিরিজের এই ফোনের দাম ১৩,৯৯৯ টাকা অথবা ১৪,৪৯৯ টাকা হতে পারে ভারতে।

রিয়েলমি ৯আই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশ-

  • ভিয়েতনামে লঞ্চ হওয়া রিয়েলমি ৯আই ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলা রিয়েলমি ৯আই ফোনের মিল থাকবে।
  • এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
  • ডুয়াল সিমের (ন্যানো) রিয়েলমি ৯আই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১১ বেসড Realme UI 2.0- এর সাহায্যে।
  • এই ফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
  • রিয়েলমি ৯আই ফোনে ৬ জিবি LPDDR4X র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট UFS 2.2 স্টোরেজ থাকবে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • রিয়েলমি ৯আই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়াও দুটো ২ মেগাপিক্সেলের সেনসর থাকবে।
  • এছাড়াও এই ফোনের সামনের ডিসপ্লেতে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে।
  • এছাড়াও এই ফোনে একটি ৫০০০এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

আরও পড়ুন- Realme 9: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে রিয়েলমি ৯ ফোন, বিআইএস সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে নাম

Related News

Click on your DTH Provider to Add TV9 Bangla