Redmi 11 5G ভারতে আসছে জুন মাসেই, 13,999 টাকা দামে থাকতে পারে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি
Redmi 11 5G ফোনটি ভারতে জুন মাসেই লঞ্চ হতে পারে। অর্থাৎ দেশে আর একটা বাজেট স্মার্টফোন খুব শীঘ্রই আসতে চলেছে, যার দাম হতে পারে 13,999 টাকা বা তার কম। ফিচার্স ও স্পেসিপিকেশনস কেমন হতে পারে, একবার দেখে নিন।
Redmi 11 5G ফোনটি ভারতে জুন মাসেই লঞ্চ হয়ে যেতে পারে। সম্প্রতি একটি নতুন রিপোর্ট থেকে এমনই তথ্য জানা গিয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সেই ফোনটি ভারতে Redmi 10-এর উত্তরসূরী হিসেবে আত্মপ্রকাশ করবে। পাশাপাশি এটিই এই ফ্ল্যাগশিপ সিরিজ়ের প্রথম 5G কানেক্টিভিটি বৈশিষ্ট্যযুক্ত স্মার্টফোন। ফোনটির দামও উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টে। 14,000 টাকারও কম দামে ভারতে লঞ্চ হতে পারে সেই Redmi 11 5G ফোনটি। ফোনটির উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে থাকতে পারে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর, অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেল। এছাড়াও এই Redmi 11 ফোনটিতে একটি 90Hz LCD ডিসপ্লেও থাকছে। এক নজরে এই ফোনটি সম্পর্কে অন্যান্য আরও যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।
ভারতে Redmi 11 5G মূল্য, প্রাপ্যতা (সম্ভাব্য)
91Mobiles-এর একটি রিপোর্ট অনুযায়ী, ভারতে Redmi 11 5G ফোনটি লঞ্চ হতে পারে 4GB + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টে। সেই স্টোরেজ মডেলের দাম হতে পারে 13,999 টাকা। হ্যান্ডসেটটি জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বা একবারে মাসের শেষে লঞ্চ হতে পারে। যদিও কোম্পানির তরফ থেকে এই ফোনের লঞ্চ ডেট বা ফিচার্স ও স্পেসিফিকেশনস সম্পর্কে অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।
Redmi 11 5G ফিচার্স ও স্পেসিফিকেশনস (সম্ভাব্য)
সফ্টওয়্যারের দিক থেকে Redmi 11 5G ফোনটি Android অপারেটিং সিস্টেম ভিত্তিক MIUI-এর একটি অনির্দিষ্ট সংস্করণ দ্বারা চালিত হবে। পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে থাকছে একটি MediaTek Dimensity 700 SoC প্রসেসর, যা পেয়ার করা থাকবে 4GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, এই স্মার্টফোনে একটি 6.58-ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে দেওয়া হচ্ছে যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
ফটোগ্রাফি ডিপার্টমেন্টের দিক থেকে Redmi 11 5G ফোনে দেওয়া হচ্ছে একটি 50MP প্রাইমারি ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে একটি 2MP সেন্সর। এছাড়া সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হচ্ছে।
যেমনটা আমরা আগেই বললাম, Redmi 11 5G স্মার্টফোনে 64GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হচ্ছে। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য থাকছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও এই ফোনে রয়েছে একটি অত্যন্ত শক্তিশালী 5,000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।