Redmi Note 11 ফোনটি মাত্র 849 টাকায় কেনার সুযোগ, Amazon-এর অভাবনীয় অফার

Amazon Smartphone Offer: জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে খুবই কম দামে উপলব্ধ হয়েছে Redmi Note 11 ফোনটি। কত কম দামে এই ফোনটি আপনি কিনতে পারবেন, এখনই জেনে নিন।

Redmi Note 11 ফোনটি মাত্র 849 টাকায় কেনার সুযোগ, Amazon-এর অভাবনীয় অফার
দুর্দান্ত লুক ও ফিচার্সের রেডমি নোট ১১।
Follow Us:
| Edited By: | Updated on: May 16, 2022 | 1:12 PM

Redmi Note 11 ফোনটি Amazon থেকে ব্যাপক সস্তায় পাওয়া যাচ্ছে। এতটাই সস্তায় যে অফারটি না শুনলে আপনি ভাবতেও পারবেন না। Redmi-র ফোন মানেই গ্রাহকমহলে যেন আলাদা একটা উন্মাদনা। কারণ, এই সংস্থার ফোনগুলি এক দিকে যেমন সস্তার, তেমনই আবার সেগুলি টেকসইও বটে। একটা রেডমি স্মার্টফোন ক্রয় করে সযত্নে ব্যবহার করলে আপনি তিন থেকে পাঁচ বছর আরামসে কাটিয়ে দিতে পারেন। আর এই Redmi Note 11 ফোনটি তো এক কথায় লাজবাব। একাধিক আকর্ষণীয় ফিচার্স ও স্পেসিফিকেশনস রয়েছে ফোনটিতে। 90Hz FHD+ AMOLED ডিসপ্লের এই ফোনে পারফরম্যান্সের জন্য অত্যন্ত শক্তিশালী একটি Qualcomm Snapdragon 680 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনের পিছনে রয়েছে চার-চারটি ক্যামেরা, যাদের প্রাইমারি সেন্সর 50MP। এমনিতে মার্কেটে এই Redmi Note 11 ফোনটির দাম 17,999 টাকা। কিন্তু Amazon আপনার জন্য এমনই দুর্ধর্ষ অফার নিয়ে এসেছে যে, জলের দরে বললেও অনেকটা কমই বলা হয়। এখন কত কম দামে এই ফোনটি আপনি পাবেন, এই ফোনের বিশেষত্বই বা কী, এমনই যাবতীয় তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।

Redmi Note 11 Amazon Offer

Redmi Note 11 দাম ও অফার

যেমনটা আমরা আগেই বললাম, এমনিতে Redmi Note 11 ফোনটির দাম 17,999 টাকা। তবে Amazon প্রাথমিক ভাবে এই ফোনের উপরে 4,500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। আর তাতে এই রেডমি স্মার্টফোনের দাম হয়ে যাচ্ছে 13,499 টাকা। আর আপনি যদি আপনার পুরাতন স্মার্টফোনটি Exchange করে নিজেকে একটি রেডমি নোট ১১ ফোনে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে রয়েছে আরও দুর্ধর্ষ অফার। সেই Exchange Offer-এ আপনার পুরনো ফোনটি অ্যামাজনকে দিলে আপনি বাঁচাতে পারবেন 12,650 টাকা। অ্যামাজনের এই এক্সচেঞ্জ অফারের হিসেব অনুযায়ী Redmi Note 11 ফোনটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র (13,499-12,650) = 849 টাকা। এতো না হয় গেল এক্সচেঞ্জ এবং অ্যামাজনের ফ্ল্যাট ডিসকাউন্ট। এর পরেও Redmi Note 11 ফোনের উপরে রয়েছে একাধিক ব্যাঙ্কের অফার এবং EMI অপশনও। প্রতি মাসে মাত্র 635 টাকা করে খরচ করলেই EMI অফারে আপনি বাড়ি নিয়ে আসতে পারেন একটা ব্র্যান্ড নিউ রেডমি নোট ১১।

Redmi Note 11 ফিচার্স ও স্পেসিফিকেশনস

1) এই রেডমি স্মার্টফোনে একটি 6.43 ইঞ্চির একটি FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz এবং অ্যাসপেক্ট রেশিও 20:9। এই ডিসপ্লের রেজ়োলিউশন 1080X2400 পিক্সেলস।

2) পারফরম্যান্সের জন্য এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি Qualcomm Snapdragon 680 প্রসেসর। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে।

3) সফ্টওয়্যারের দিক থেকে ফোনটি Android 11 ভিত্তিক MIUI 13 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

4) একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP প্রাইমারি সেন্সর, একটি 2MP ম্যাক্রো সেন্সর এবং আর একটি 2MP ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি 13MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

5) এই Redmi Note 11 ফোনটিতে অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনের বক্সে দেওয়া হচ্ছে একটি 33W প্রো ফাস্টা চার্জার এবং টাইপ-সি কানেক্টিভিটি।