6,499 টাকার Redmi A1 মাত্র 399 টাকায়, লুফে নেওয়ার মতো Amazon OFFER!
Redmi A1 Amazon Offer: Amazon লিস্টিং অনুযায়ী, ফোনটির দাম এখন 8,999 টাকা। ই-কমার্স প্ল্যাটফর্মটি এই দামের উপরে সরাসরি 28% ছাড় দিচ্ছে। ফলে, Redmi A1-এর 2GB + 32GB স্টোরেজ মডেলের দাম হয়ে যাচ্ছে 6,499 টাকা। তারপরে রয়েছে চমকে দেওয়ার মতো Exchange OFFER।
Redmi A1 Offer Price: গত বছর শেষ দিকে Redmi ভারতে একটি দুর্দান্ত ফোন নিয়ে হাজির হয়েছিল। অল্প সময়ের মধ্যে খুব জনপ্রিয় হয়েছে সেই Redmi A1 ফোনটি। তার সঙ্গত কিছু কারণও রয়েছে। ফোনটি দেখতে খুব সুন্দর, কম্প্যাক্ট। পাশাপাশি কম খরচের মধ্যে তাতে চমৎকার কিছু ফিচারও রয়েছে। এই রেডমি A1 ফোনটি যখন লঞ্চ করা হয়, তখন তার 2GB + 32GB স্টোরেজ মডেলের দাম ছিল 6,499 টাকা। তবে আপনি এখনই ফোনটি কিনতে চাইলে এত টাকা খরচ করতে হবে না আপনাকে। মাত্র 500 টাকারও কম দামে এই ফোন আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন। কীভাবে তা সম্ভব, ফোনের ফিচার ও স্পেসিফিকেশনই বা কীরকম, সেই সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Redmi A1: 500 টাকারও কম দামে ফোনটি কীভাবে ক্রয় করবেন?
Amazon লিস্টিং অনুযায়ী, ফোনটির দাম এখন 8,999 টাকা। ই-কমার্স প্ল্যাটফর্মটি এই দামের উপরে সরাসরি 28% ছাড় দিচ্ছে। ফলে, Redmi A1-এর 2GB + 32GB স্টোরেজ মডেলের দাম হয়ে যাচ্ছে 6,499 টাকা। পাশাপাশি এই রেডমি স্মার্টফোনের উপরে ব্যাঙ্কের অফারও রয়েছে। আপনার কাছে যদি HSBC Cashback Card Credit Card থাকে, তাহলেও আপনি 250 টাকার অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।
এবার সেই আসল অফার। এখন প্রতিটা ফোনেই ই-কমার্স প্ল্যাটফর্মগুলি মোটা অঙ্কের এক্সচেঞ্জ অফার দিয়ে থাকে। বাজেট কম থাকলে সেই অফার কিন্তু লুফে নেওয়ার মতো। এক্সচেঞ্জ অফারে Redmi A1 ফোনের উপরে আপনি পেয়ে যাবেন 6,100 টাকার ছাড়। তার ফলে এই রেডমি স্মার্টফোন ক্রয় করতে আপনাকে খরচ করতে হবে মাত্র 399 =(6,499-6,100) টাকা।
Redmi A1: ফিচার ও স্পেসিফিকেশন
* Redmi A1 ফোনে রয়েছে 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রেজ়োলিউশন 720 পিক্সেল।
* ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে 8MP সেন্সর এবং সেকেন্ডারি হিসেবে একটি 2MP ক্যামেরা দেওয়া হয়েছে।
* সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Redmi A1-এ রয়েছে একটি 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
* ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনে পারফরম্যান্সের জন্য রয়েছে মিডিয়াটেক হেলিও A22 চিপসেট।
* 2GB RAM এবং 32GB স্টোরেজ থাকলেও তা আপনি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়িয়ে নিতে পারবেন।
* বেশ বড় এবং শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে।