Redmi A1+ কিনতে আর ₹9,999 লাগবে না! Flipkart-এর অফারে মাত্র 550 টাকায়

Redmi A1+ ফোনের 2GB RAM + 32GB স্টোরেজ মডেলে এই অফারটি আপনি পাবেন। ফোনের লাইট ব্লু কালার অপশনে থাকছে ডিসকাউন্টটি। এমনিতে এই ফোনের দাম 9,999 টাকা। 35% ছাড়ের পর ফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র 6,499 টাকায়।

Redmi A1+ কিনতে আর ₹9,999 লাগবে না! Flipkart-এর অফারে মাত্র 550 টাকায়
অভাবনীয় ছাড়ে Redmi A1 Plus।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 3:03 PM

Redmi ফোনে চলছে মারাত্মক অফার। এই মুহূর্তে আপনি যদি ফোন কেনার চিন্তাভাবনা করেন, তাহলে ব্যাপক ছাড়ে পেতে পারেন Redmi A1+ নামক একটি ফোন। এমনিতেই এই ফোনের দাম কম। তার উপরে আবার আপনার জন্য থাকছে আকর্ষণীয় ছাড়। আর সেই অফার আপনার জন্য নিয়ে এসেছে Flipkart। ফোনটির রিটেল দাম 10,000 টাকার কাছাকাছি। Flipkart থেকে যখন তা কিনতে যাবেন, আপনাকে এত টাকা খরচ করতে হবে না। 9,999 টাকা দামের এই ফোন আপনি বাড়ি নিয়ে আসতে পারেন মাত্র 550 টাকায়। কীভাবে এই অফারটি পাবেন, কেনই বা এই ফোনটি কিনবেন, সেই সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নিন।

Redmi A1+: দুর্দান্ত অফার মিলছে Flipkart-এ

Redmi A1+ ফোনের 2GB RAM + 32GB স্টোরেজ মডেলে এই অফারটি আপনি পাবেন। ফোনের লাইট ব্লু কালার অপশনে থাকছে ডিসকাউন্টটি। এমনিতে এই ফোনের দাম 9,999 টাকা। 35% ছাড়ের পর ফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র 6,499 টাকায়। ফ্লিপকার্ট আপনাকে এই ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। তার উপরে থাকছে একাধিক ব্যাঙ্কেরও অফার। Flipkart Axis Bank কার্ড ব্যবহার করে আফনি যদি এই ফোন ক্রয় করেন, তাহলে আবার অতিরিক্ত 5% ক্যাশব্যাক পেয়ে যাবেমন। এছাড়াও অন্যান্য আরও ব্যাঙ্কের অফারে 3,500 টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন।

এরপরে থাকছে সবথেকে আকর্ষণীয় অফারটি। আর তা হল Exchange Offer। আপনার পুরনো ফোনটা এক্সচেঞ্জ করে আপনি নিজেকে একটা Redmi A1+ মডেলে আপগ্রেড করে নিতে পারেন। তাতে 5,950 টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। তবে, এই ছাড় আপনি তখনই পাবেন, যখন আপনার ফোনের কন্ডিশন খুব ভাল থাকবে। অর্থাৎ যে ফোনটা বদলাচ্ছেন, তার ডিসপ্লে থেকে শুরু করে ফোনের বডিতে যেন কোনও স্ক্র্যাচ না থাকে, সেই বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে।

এই সবকিছু মিলিয়ে আপনি একটা Redmi A1+ বাড়ি নিয়ে আসতে পারেন মাত্র 549 টাকায়।

Redmi A1+: স্পেসিফিকেশন ও ফিচার

এই Redmi ফোনে রয়েছে 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। ফোনের পিছনে রয়েছে একটি 8MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও A22 প্রসেসর।