Redmi K60 First Sale: 5 মিনিটের মধ্যে 3 লক্ষ ইউনিট বিক্রি, কী এমন আছে Redmi K60 স্মার্টফোনে?

Redmi K60 Series: প্রথম সেল শুরুর 5 মিনিটেই Redmi K60 সিরিজের 3,00,000 স্মার্টফোন বিক্রি হয়েছে। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই তথ্য় প্রকাশ করেছে।

Redmi K60 First Sale: 5 মিনিটের মধ্যে 3 লক্ষ ইউনিট বিক্রি, কী এমন আছে Redmi K60 স্মার্টফোনে?
Redmi K60 সিরিজ।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2023 | 3:01 PM

Xiaomi sub-brand Redmi: রেডমি (Redmi) 2022 সালের শেষ মাসে K60, K60 Pro এবং K60E এই তিন ভ্যারিয়েন্টের Redmi K60 সিরিজটি চিনে লঞ্চ করেছিল। লঞ্চের পর অনুরাগীদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছিল সিরিজটি। তবে 2023-এর 1 জানুয়ারি চিনে K60 এবং K60 Pro-এর বিক্রি শুরু হয়েছে। আর প্রথম সেল শুরুর 5 মিনিটেই Redmi K60 সিরিজের 3,00,000 স্মার্টফোন বিক্রি হয়েছে। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই তথ্য় প্রকাশ করেছে।

রেডমির তরফে জানানো হয়েছে, মাত্র 5 মিনিটের মধ্যে K60, K60 Pro এবং K60E-এর 3 লক্ষ স্মার্টফোন বিক্রি হয়েছে। অর্থাৎ পরিসংখ্যান অনুসারে, প্রতি সেকেন্ডে গড়ে 100টি স্মার্টফোন এবং প্রতি মিনিটে 60,000 স্মার্টফোন কেনা হয়েছে। তবে, প্রথম বিক্রির সাফল্য সত্ত্বেও, রেডমি K60 সিরিজটি এখনও রেডমি K50-এর বিক্রির রেকর্ড ভাঙতে পারেনি। রেডমি K50 3,30,000 স্মার্টফোন সেল হয়েছিল। রেডমি জানিয়েছে, ব্যবহারকারীরা 1,220 পিক্সেলের স্ক্রিন, ওয়্যারলেস চার্জিং এবং স্ন্যাপড্রাগন 8 সিরিজের প্রসেসরের মতো নতুন স্পেসিফিকেশনগুলি পছন্দ করেছেন। তাই Redmi K60-এর বিক্রি Redmi K50কে ছাড়িয়ে যায় কি-না, এখন সেটাই দেখার।

দেখে নেওয়া যেক Redmi K60-এর স্পেসিফিকেশন এবং ফিচার:

Redmi K60 সিরিজে 6.67 ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা 2K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। K60E-তে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 চিপসেটটি রয়েছে। আর K60 এবং K60 Pro যথাক্রমে স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 এবং স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর রয়েছে। K60, K60 Pro এবং K60E এই তিন ভ্যারিয়েন্টেই সর্বাধিক 16 GB এলপিডিডিআর 5 RAM এবং 512 GB পর্যন্ত স্টোরেজ আছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, K60 এবং K60E-তে 67 ওয়াট ফাস্ট চার্জিং সহ 5,500 mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর K60 Pro মডেলটিতে 120 ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ 5,000 mAh ব্যাটারি আছে।

ফটোগ্রাফির জন্য, স্ট্যান্ডার্ড K60, K60 Pro এবং K60E-এর ট্রিপল ক্যামেরা সেটআপে প্রাইমারি ক্যামেরা হিসেবে 64 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল এবং 48 মেগাপিক্সেলের সেন্সরগুলি রয়েছে। আর K60, K60 Pro এবং K60E এই তিনটি ডিভাইসেই একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে।