Tecno Most Expensive Smartphone: নতুন বছরে ভারতে প্রথম স্মার্টফোন, এসে গেল দুর্ধর্ষ ফিচারের Tecno Phantom X2 5G
Tecno Phantom X2 5G-এ রয়েছে বেশ বড় একটি 6.8 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে। 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের এই ফোনের দাম 39,999 টাকা। কালো এবং মুনলাইট সিলভার এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে।
Tecno Phantom X2 5G Price, Specs: নতুন বছরে ভারতে প্রথম কোনও স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। আর সেই ফোনটা নিয়ে এল চিনা স্মার্টফোন-মেকার Tecno Mobile। বলা হচ্ছে, এখনও পর্যন্ত এটিই টেকনো-র সবথেকে দামি মোবাইল, নাম Tecno Phantom X2 5G। এই দামি স্মার্টফোনে রয়ছে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি 9000 প্রসেসর, 64MP ক্যামেরা, যা অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করে। Tecno Phantom X2 5G-এ রয়েছে বেশ বড় একটি 6.8 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে। প্রসঙ্গত, গত মাসে টেকনো-র এই ফোনটি ‘বিয়ন্ড দ্য এক্সট্রা অর্ডিনারি’ থিমে দুবইয়ের মার্কেটে লঞ্চ করেছিল। ইতিমধ্যেই বেশ সাড়াও পেয়েছে ফোনটি।
Tecno Phantom X2 5G: ভারতে দাম কত
যেমনটা আমরা আগেই বললাম, ভারতে এখনও পর্যন্ত টেকনো মোবাইলের সবথেকে দামি ফোন হল এই Tecno Phantom X2 5G। একটাই মাত্র স্টোরেজ মডেল রয়েছে ফোনটির। সেই 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের এই ফোনের দাম 39,999 টাকা। কালো এবং মুনলাইট সিলভার এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে। Amazon থেকে এখনই ফোনটি প্রি-বুকিংও করা যাবে। তবে, কিনতে গেলে অপেক্ষা করতে হবে 9 জানুয়ারি পর্যন্ত।
এ প্রসঙ্গে জেনে রাখা ভাল যে, এই ফোনের পরবর্তী প্রজন্মটি লঞ্চ করলে তার আপগ্রেডেশনও পেয়ে যাবেন যাঁরা Tecno Phantom X2 5G ক্রয় করবেন। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, যে 100 জন কাস্টমার এই ফোনটি প্রি-বুকিং করেছেন এবং যে 200 কাস্টমার অফলাইনে ফোনটি ক্রয় করবেন, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে Phantom X3 আপগ্রেড করিয়ে নিতে পারবেন। অর্থাৎ, এই কয়েকজন কাস্টমার এখন X2 কিনে রাখলে পরবর্তীতে X3-ও পেয়ে যাবেন এক পয়সাও খরচ না করে।
Tecno Phantom X2 5G: ফিচার ও স্পেসিফিকেশন
ডিজ়াইনের দিক থেকে Tecno Phantom X2 5G ফোনটি অনেকটাই Samsung Galaxy S23 Ultra-র মতো দেখতে, যার উপরের অংশটা ফ্ল্যাট এবং নীচে এজেস ও স্লিক সাইড রয়েছে।
6.8 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, যার রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 360Hz। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গ্লাস ভিক্টাস প্রোটেকশন। পারফরম্যান্সের দিক থেকে Tecno Phantom X2 5G চালিত হবে মিডিয়াটেকের ডাইমেনসিটি 9000 5G প্রসেসরের সাহায্যে। এই একই চিপসেট দেওয়া হয়েছে Vivo X80 5G ফোনেও।
চিপসেটটি পেয়ার করা রয়েছে 8GB পর্যন্ত RAM-এর সঙ্গে। এই র্যাম মেমোরি আবার 13GB পর্যন্ত বাড়িয়েও নেওয়া যেতে পারে ভার্চুয়াল র্যামের মাধ্যমে। 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনের, যা এক্সপ্যান্ড করা যাবে না।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে Tecno Phantom X2 5G ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে একটি 64MP ক্যামেরা রয়েছে, যা OIS বা অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করবে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে একটি 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং তৃতীয় একটি 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ফেসিং স্ন্যাপার দেওয়া হয়েছে।
Tecno Phantom X2 5G-তে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সফটওয়্যারের দিক থেকে ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক HiOS 12.0 রয়েছে। বেশ বড় একটি 5160mAh ব্যাটারিও দেওয়া হয়েছে এই ফোনে। এছাড়া রিটেল বক্সের সঙ্গে দেওয়া হচ্ছে একটি 45W চার্জার।