Jio vs Airtel vs Vodafone: 200 টাকার কম খরচে বিপুল ডেটা, আনলিমিটেড কলিংস সেরা অফার কার?

Prepaid plans offer: রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোনের 200 টাকার কম খরচে ডেটা, আনলিমিটেড কলিং এবং যাবতীয় সব অফার মিলিয়ে সেরা প্ল্যানটি কার, দেখে নিন।

Jio vs Airtel vs Vodafone: 200 টাকার কম খরচে বিপুল ডেটা, আনলিমিটেড কলিংস সেরা অফার কার?
200 টাকার কম খরচে জিও, ভোডাফোন এবং এয়ারটেলের সেরা প্ল্যানগুলি। প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2022 | 6:14 PM

Recharge Plans Under Rs 200: সামনে পুজো, খরচ-খরচার সময়। টাইট বাজেটের মধ্যে দিয়ে দিন গুজরান হচ্ছে আপনার? তাই এমন একটা সস্তার প্রিপেড প্ল্যানের খোঁজ করছেন, যা আপনাকে কম খরচে ডেটা বেনিফিট এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিতে পারে, তাই তো? 200 টাকার কম খরচে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার কাছে এমন অনেক রিচার্জ প্ল্যান রয়েছে, যেগুলি আপনাকে আনলিমিটেড ডেটা এবং কলিং অফার করবে। 200 টাকার কম খরচে শর্ট টার্ম তো বটেই, এগুলির সবই পকেট-ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান। 200 টাকার নিচে Jio vs Airtel vs Vi-এর রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Jio 200 টাকার কম খরচে প্ল্যান

149 টাকার প্ল্যান – এই প্ল্যানে জিও ব্যবহারকারীরা দৈনিক ভিত্তিতে 1GB ডেটা পেয়ে যাবেন। 20 দিন ভ্যালিডিটির এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি করে SMS-ও পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।

179 টাকার প্ল্যান – গ্রাহকরা এই প্ল্যানেও দৈনিক ভিত্তিতে পেয়ে যাবেন 1GB করে ডেটা। 24 দিন ভ্যালিডিটির এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে প্রতিদিন 100টি করে SMS-ও পাঠাতে পারবেন গ্রাহকরা।

209 টাকার প্ল্যান – প্ল্যানটিতে গ্রাহকরা প্রতিদিন 1GB করে ডেটা পেয়ে যাবেন। থাকছে আনলিমিটেড কলিং, প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন।

Airtel 200 টাকার কম খরচে প্ল্যান

155 টাকার প্ল্যান – প্রিপেড প্যাকটির ভ্যালিডিটি 24 দিন। ব্যবহারকারীরা 1GB ডেটা পাবেন এই প্ল্যানে। থাকছে 300টি SMS, আনলিমিটেড ভয়েস কলিং, হেলোটিউনসের অতিরিক্ত সুবিধা এবং উইঙ্ক মিউজ়িকের ফ্রি সাবস্ক্রিপশন।

179 টাকার প্ল্যান – এই রিচার্জ প্ল্যানের বৈধতা 24 দিন। 2GB ডেটা মিলবে প্ল্যানটিতে। রয়েছে আনলিমিটেড কলিং, 300টি SMS, হেলোটিউনসের অতিরিক্ত সুবিধা এবং উইঙ্ক মিউজ়িকের ফ্রি সাবস্ক্রিপশন।

209 টাকার প্ল্যান – এই প্ল্যানেও থাকছে আমলিমিটেড কলিং। ডেটার পরিমাণ একটু বেশি, প্রতিদিন 1GB করে ডেইলি ডেটা। এছাড়াও রয়েছে প্রতিদিন 100টি করে SMS, ফ্রি হেলোটিউনস বেনিফিট এবং উইঙ্ক মিউজ়িকের ফ্রি সাবস্ক্রিপশন। প্ল্যানটির ভ্যালিডিটি 21 দিন।

239 টাকার প্ল্যান – এই প্রিপেড প্যাকে ব্যবহারকারীরা প্রতিদিন 1.5GB করে ডেটা পেয়ে যাবেন। অন্যান্য অফারের মধ্যে থাকছে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টি করে SMS, ফ্রি হেলো টিউনস এবং উইঙ্ক মিউজ়িকের ফ্রি সাবস্ক্রিপশন। প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন।

Vi 200 টাকার কম খরচে প্ল্যান

179 টাকার প্ল্যান – এই রিচার্জ প্যাকে রয়েছে আনলিমিটেড কলিং, 300টি করে SMS, 2GB ডেটা এবং Vi Movies And Tv ফ্রি সাবস্ক্রিপশনের অতিরিক্ত সুবিধা। প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন।

195 টাকার প্ল্যান – প্ল্যানটিতে রয়েছে আনলিমিটেড কলিং, 300টি করে SMS, 2GB ডেটা। প্ল্যানটির ভ্যালিডিটি 1 মাস। অতিরিক্ত সুবিধার মধ্যে এই প্ল্যানেও রয়েছে Vi Movies And Tv ফ্রি সাবস্ক্রিপশন।