Vivo Y75 4G: ভারতে আসছে ভিভো ওয়াই৭৫ ৪জি, কবে লঞ্চ হবে এই স্মার্টফোন

Vivo Y75 4G: চলতি বছর জানুয়ারি মাসেই ভিভো ওয়াই৭৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এবার আসছে ৪জি ভ্যারিয়েন্ট। কবে লঞ্চ হবে জেনে নিন।

Vivo Y75 4G: ভারতে আসছে ভিভো ওয়াই৭৫ ৪জি, কবে লঞ্চ হবে এই স্মার্টফোন
এই ফোনের সম্ভাব্য ফিচারগুলো প্রকাশ্যে এসছে।
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2022 | 8:00 PM

ভিভো ওয়াই৭৫ ৪জি (Vivo Y75 4G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২২ মে। এই ফোনের (Vivo Smartphone) সম্ভাব্য ডিজাইন এবং স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে। ভিভোর এই স্মার্টফোনে (Vivo Y75 4G Smartphone) একটি ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। তার উপরে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন থাকতে পারে, যার মধ্যে হয়তো সেট করা থাকবে সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনের ডানদিকের সাইডের অংশে থাকতে পারে ভলিউম রকার অর্থাৎ শব্দ কমানো-বাড়ানোর বাটন। এছাড়াও পাওয়ার বাটন থাকার সম্ভাবনাও রয়েছে। চলতি বছর জানুয়ারি মাসেই ভিভো ওয়াই৭৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এবার আসছে ৪জি ভ্যারিয়েন্ট।

ভিভো ওয়াই৭৫ ৪জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ভিভো ওয়াই সিরিজের এই স্মার্টফোনে একটি ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।
  • এই ফোনের ডিসপ্লের উপর একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন থাকতে পারে। আর সেখানে সেলফি ক্যামেরা সেট করা থাকতে পারে।
  • ভিভো ওয়াই৭৫ ৪জি ফোনে একটি মিডিয়াটেল হেলিও জি৯৬ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকার সম্ভাবনাও রয়েছে।
  • এই ফোনে র‍্যাম এক্সটেনশনের ফিচার থাকতে পারে। ফোনের অব্যবহৃত স্টোরেজের সাহায্যে ৪ জিবি পর্যন্ত র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব হতে পারে বলে জানা গিয়েছে।
  • ফটোগ্রাফি অর্থাৎ ক্যামেরা ফিচারের ক্ষেত্রে ভিভো ওয়াই৭৫ ৪জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। তার সঙ্গে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের থার্ড সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই ফোনের ডিসপ্লের উপর ৪৪ মেগাপিক্সেলের সেলফি শুটার থাকতে পারে।
  • এই ফোনে ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বায়োমেট্রিক সিকিউরিটির জন্য থাকতে পারে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
  • ভিভো ওয়াই৭৫ ৪জি ফোনে একটি ৪০২০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের ওজন হতে পারে ১৭২ গ্রাম।

ভিভো ওয়াই৭৫ ৪জি ফোনের দাম ভারতে কত হতে পারে কিংবা কোন কোন র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে তা জানা যায়নি। তবে ভিভো ওয়াই৭৫ ৫জি ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল ২১,৯৯০ টাকায়। কেবল মাত্র একটি স্টোরেজ ভ্যারিয়েন্টেই লঞ্চ হয়েছিল এই ফোনটি – ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। গ্লোয়িং গ্যালাক্সি এবং স্টারলাইট ব্ল্যাক – এই দুই কালার ভ্যারিয়েন্টে ফোনটি লঞ্চ হয়েছিল ভারতে। ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং সমস্ত পার্টনার রিটেল স্টোর থেকে এই ফোনটি কেনা যাচ্ছে।