Xiaomi 13 Pro লঞ্চ হতেই ভারতে 10,000 টাকা সস্তা হল Xiaomi 12 Pro

Xiaomi 12 Pro-র মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। সেই দুটি মডেলের দামই ভারতে 10,000 টাকা করে কমানো হয়েছে। এখন ফোনটি কিনতে আপনার কত টাকা খরচ হবে, জেনে নিন।

Xiaomi 13 Pro লঞ্চ হতেই ভারতে 10,000 টাকা সস্তা হল Xiaomi 12 Pro
Xiaomi 12 Pro এখন 10,000 টাকা সস্তা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 2:24 PM

Xiaomi ভারতে তার সবথেকে দামি ফ্ল্যাগশিপ ফোনটি লঞ্চ করেছে। সেই ফ্ল্যাগশিপ Xiaomi 13 Pro লঞ্চের সময় সংস্থাটি তার পূরবর্তী প্রজন্মের মডেল অর্থাৎ Xiaomi 12 Pro-র বিরাট দাম কমানোর ঘোষণাও করেছে। গত বছর এই ফ্ল্যাগশিপ ফোন ভারতে নিয়ে এসেছিল শাওমি। Xiaomi 12 Pro-র মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। সেই দুটি মডেলের দামই ভারতে 10,000 টাকা করে কমানো হয়েছে। প্রসঙ্গত, ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ মডেল দুটির দাম যথাক্রমে 62,999 টাকা এবং 66,999 টাকা।

Xiaomi 12 Pro: এখন কত দাম

গত বছর Xiaomi 12 Pro ফোনটি ভারতে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 62,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 66,999 টাকা। এখন এই দুটি মডেলই 10,000 টাকা সস্তা হয়েছে। ফলে, Xiaomi 12 Pro-র 8GB RAM মডেলটি পাওয়া যাবে 52,999 টাকায় এবং 12GB RAM ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে 56,999 টাকায়। কোটিউর ব্লু, নয়্যার ব্ল্যাক এবং অপেরা মভ এই তিন কালার ভ্যারিয়েন্ট রয়েছে ফোনটির।

Xiaomi 12 Pro: অফার

Xiaomi 12 Pro ফোনের যে শুধু দাম কমানো হয়েছে, তা নয়। সেই সঙ্গেই আবার ফোনটির সঙ্গে একাধিক অফারও মিলছে। HDFC Bank-এর কার্ড ব্যবহার করে যাঁরা এই ফোন ক্রয় করবেন, তাঁরা পেয়ে যাবেন 3,000 টাকা ছাড়। তার পাশাপাশি এক্সচেঞ্জ বোনাস হিসেবেও কাস্টমাররা পেয়ে যাবেন 3,000 টাকা ছাড়। 1 মার্চ থেকেই এই নতুন দাম ও অফারে ফোনটি ক্রয় করা যাবে। তার জন্য কাস্টমারদের যেতে হবে Amazon এবং Mi-এর অফিসিয়াল ওয়েবসাইট ও দেশের বিভিন্ন অথরাইজ়ড রিটেল দোকানে।

Xiaomi 12 Pro: যে কারও ফোনটি এখনও প্রাসঙ্গিক

1) Xiaomi 12 Pro ফোনে রয়েছে 6.73 ইঞ্চির WQHD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz।

2) পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর দ্বারা চালিত। এই প্রসেসর পেয়ার করা থাকছে 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজের সঙ্গে।

3) ডুয়াল SIM সাপোর্টেড এই ফোনে সফটওয়্যার হিসেবে রয়েছে কোম্পানির নিজস্ব MIUI 13 কাস্টম স্কিন, যা অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক।

4) ফোনটির আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল তার Harman Kardon দ্বারা টিউন করা স্পিকার সেটআপ।

5) Xiaomi 12 Pro-র পিছনে রয়েছে তিনটে ক্যামেরা। প্রাইমারি সেন্সর হিসেবে 50MP Sony IMX707 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে একটি 50MP টেলিফটো লেন্স এবং একটি 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে একটি 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

6) অত্যন্ত শক্তিশালী একটি 4600mAh ব্যাটারি রয়েছে এই ফোনে, যা 120W হাইপারচার্জ টেকনোলজি, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10w রিভার্স চার্জিং সাপোর্ট করবে।