ল্যাপটপ আনছে নোকিয়া, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ভারতে
কবে ভারতে এই ল্যাপটপ লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানায়নি নোকিয়া কর্তৃপক্ষ।
ভারতে ল্যাপটপ লঞ্চ করছে নোকিয়া। এতদিন ফোনের বাজারেই প্রভাব ছিল নোকিয়ার। একসময় মোবাইল বলতে নোকিয়ার নামই বুঝত সাধারণ মানুষ। মাঝে অবশ্য ব্যবসায় মন্দা দেখা দিয়েছিল। তবে ফের ফোনের বাজারে জায়গা করে নিয়েছিল নোকিয়া কোম্পানি। এ-বার তাদের নতুন ভেঞ্চার ল্যাপটপ। নোকিয়া পিওরবুক এক্স ১৪ খুব তাড়াতাড়ি ভারতের বাজারে আসবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। থাকবে USB 3.0 এবং HDM পোর্টের সুবিধে।
এই প্রথম ভারতে পিওরবুক সিরিজের ল্যাপটপ লঞ্চ করতে চলেছে নোকিয়া। ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাপটপ। ইনটেল আইকোর আই-ফাইভ প্রসেসরের সঙ্গে ডলবি অ্যাটমোস এবং ডলবি ভারসান পাওয়া যাবে এই ল্যাপটপে। কর্তৃপক্ষ জানিয়েছেন, ওজনেও এই ল্যাপটপ হবে খুবই হাল্কা। অতএব যাতায়াতের পথে নিয়ে যাওয়ায় অসুবিধে হবে না ব্যবহারকারীদের। আল্ট্রা লাইট এই ল্যাপটপের ওজন থাকবে ১.১ কিলোগ্রামের আশেপাশে।
তবে কবে ভারতে এই ল্যাপটপ লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানায়নি নোকিয়া কর্তৃপক্ষ। অনলাইন শপিং সংস্থা ফ্লিপকার্টে এই ল্যাপটপ পাওয়া যাবে এটা জানা গেলেও বিস্তারিত প্রক্রিয়ার ব্যাপারে কিছু জানায়নি ফ্লিপকার্ট। যদিও এই অনলাইন সংস্থায় এর আগে নোকিয়ার স্মার্টফোন এবং স্মার্ট টিভিও বিক্রি হয়েছে। এ-বার পালা ল্যাপটপের।