হাই রেসোলিউশন ডিসপ্লে, অত্যাধুনিক ক্যামেরা, দেখে নিন ওয়ানপ্লাস ৯ সিরিজের তিনটি মডেলের ফিচার
ওয়ানপ্লাস ৯, ওয়ানপ্লাস ৯ প্রো, ওয়ানপ্লাস ৯ আর ---- এই তিনটে মডেল লঞ্চ হয়েছে ভারতে।
ওয়ানপ্লাস ৯ সিরিজের তিনটি মডেল লঞ্চ হয়েছে ভারতে। ইতিমধ্যেই ফোনের বাজারে নিজের জায়গা প্রতিষ্ঠিত করে নিয়েছে এই সংস্থা। ৮ সিরিজের ব্যবসায়িক সাফল্যের পর এবার ৯ সিরিজ লঞ্চ করেছে ওয়ানপ্লাস।
ওয়ানপ্লাস ৯ ফিচার-
১। এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড ১১ এবং OxygenOS 11। ফোনের ওজন ১৮৩ গ্রাম।
২। ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। রিফ্রেশ রেট 120Hz।
৩। এই ফোনে রয়েছে octa-core Qualcomm Snapdragon 888 SoC প্রসেসর।
৪। ৮জিবি এবং ১২জিবি র্যামে পাওয়া যাবে এই ফোন। এছাড়া থাকবে ডুয়াল স্টিরিও স্পিকার। এই স্পিকারে রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট।
৫। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর, ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেনসর, ২ মগাপিক্সেল মোনোক্রোম সেনসর। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
৬। ১২৮ এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকবে এই মডেলে। সেই সঙ্গে থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এই মডেলের ব্যাটারি 4,500mAh।
ওয়ানপ্লাস ৯ প্রো ফিচার-
১। এই ফোনেও রয়েছে অ্যানড্রয়েড ১১ এবং OxygenOS 11। সেই সঙ্গে থাকছে ৬.৭ ইঞ্চির QHD+ (1,440×3,216 pixels) ফ্লুইড ডিসপ্লে ২.০ AMOLED ডিসপ্লে। রিফ্রেশ রেট 120Hz।
২। এই মোবাইলে বিভিন্ন ধরনের অত্যাধুনিক গেম যেমন- পাবজি মোবাইল, কল অফ ডিউটি, লিগ অফ লেজেন্ডস, ব্রল স্টার্স— এইসব গেম খেলা যাবে। এই ফোনের ব্যাটারিও 4,500mAh। ফোনের ওজন ১৯৭ গ্রাম।
৩। এই ফোনের থাকছে Qualcomm Snapdragon 888 SoC প্রসেসর। ৮জিবি ও ১২জিবি র্যামে পাওয়া যাবে এই ফোন। তার সঙ্গে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকবে। এছাড়াও থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
৪। কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৫০ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর, ৮ মেগাপিক্সেলের টেলিফটো শুটার এবং ২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেনসর। ফ্রন্তে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ওয়ানপ্লাস ৯ আর ফিচার-
১। এই মডেলে রয়েছে অ্যানড্রয়েড ১১ এবং OxygenOS 11। সঙ্গে থাকবে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে। রিফ্রেশ রেট 120Hz।
২। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজে পাওয়া যাবে এই ফোন। এছাড়া থাকছে Qualcomm Snapdragon 870 SoC। ফোনের ব্যাটারি 4,500mAh।
৩। কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর।