ওয়ানপ্লাসের স্মার্টওয়াচে প্রথমবার শুরু হয়েছে সেল, কোথায়-কত দামে পাওয়া যাবে?

ফিটনেস ফ্রিকদের জন্য দারুণ সব ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। ১১০টি ওয়ার্কআউট মোড রয়েছে এই স্মার্টওয়াচে।

ওয়ানপ্লাসের স্মার্টওয়াচে প্রথমবার শুরু হয়েছে সেল, কোথায়-কত দামে পাওয়া যাবে?
ছবি প্রতীকী
Follow Us:
| Updated on: Apr 21, 2021 | 2:25 PM

ওয়ানপ্লাসের নতুন ঘড়ির উপর ছাড় শুরু হয়েছে বুধবার দুপুর ১২টা থেকে। গত মাসে ওয়ানপ্লাসের ৯ সিরিজের ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টওয়াচ। আপাতত ওয়ানপ্লাসের ওয়েবসাইটে রেড কেবল ক্লাবের সদস্যদের জন্য পাওয়া যাচ্ছে ই স্মার্টওয়াভ। ২২ এপ্রিল দুপুর ১২টা থেকে অ্যামাজন এবং ফ্লিপকার্টেও কেনা যাবে এই স্মার্টওয়াচ। গোলাকার ডায়ালের সঙ্গে এই ঘড়িতে রয়েছে সিলিকন স্ট্র্যাপ।

ভারতে এই স্মার্টওয়াচের দাম কত?

প্রাথমিক ভাবে ওয়ানপ্লাসের এই স্মার্টওয়াচের দাম নির্ধারণ করা হয়েছিল ১৪,৯৯৯ টাকা। তবে এই অফার কবে পর্যন্ত চলবে তা জানা যায়নি। এর পর এই ঘড়ির দাম ১৬,৯৯৯ টাকা হবে। মিডনাইট ব্ল্যাক, মুনলাইট সিলভার— এই দুটো রঙে পাওয়া যাবে ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ। তবে কোবাল্ট লিমিটেড এডিশন কবে থেকে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। আপাতত ২১ এপ্রিল বুধবার ওয়ানপ্লাসের ওয়েবসাইটে রেড কেবল ক্লাব সদস্যদের জন্য পাওয়া যাচ্ছে এই স্মার্টওয়াচ। তাঁদের ক্ষেত্রে এসবিআই ক্রেডিট কার্ড থাকবে কিংবা ইএমআই ট্রানজাকশন করলে ২ হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা। অন্যদিকে নির্দিষ্ট আমেরিকান এক্সপ্রেস কার্ডের ক্ষেত্রে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ওয়ানপ্লাসের স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার-

১। ওয়ানপ্লাসের স্মার্টওয়াচের ব্যাটারি 405mAh। ফাস্ট চার্জিং সাপোর্টও থাকছে এখানে। ২০ মিনিট চার্জ দিলেই টানা এক সপ্তাহ চলবে এই স্মার্টওয়াচ। আর ২৪ ঘণ্টা চলার জন্য মাত্র ৫ মিনিট চার্জ দিলেই কাজ হবে। এই ঘড়ি ডাস্ট এবং ওয়াটার রেসিসট্যান্ট। সংস্থার দাবি, ২ ঘণ্টা চার্জ দিলেই টানা সাতদিন চলবে এই ঘড়ি।

২। ওয়ানপ্লাসের স্মার্টওয়াচে রয়েছে একটি গোলাকার ডায়াল। ১.৩৯ ইঞ্চির ওই ডিসপ্লেতে থাকছে 2.5D কার্ভড গ্লাস প্রোটেকশন। ওয়ানপ্লাসের এই ওয়ারেবলস- এ ‘সিমলেস কানেকশন’- এর ফিচার থাকছে। স্মার্টফোন এবং ওয়ানপ্লাস টিভি- র সঙ্গে অনায়াসেই কানেক্ট করা যাবে এই স্মার্টওয়াভ। ওয়ানপ্লাস টিভির রিমোট হিসেবেও ব্যবহার করা যাবে এই স্মার্টওয়াচ। এমনকি এই ঘড়ি পড়ে টিভি দেখতে দেখতে আপনি ঘুমিয়ে পড়লে সেটা বুঝতে পারবে এই স্মার্টওয়াচ। এবং ৩০ মিনিটের মধ্যে টিভি বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন- আইফোন ১২ এবং ১২ মিনি আসছে বেগুনি রঙে, চালু হচ্ছে অ্যাপেল পডকাস্ট সাবস্ক্রিপশনও

৩। অ্যানড্রয়েড ফোনের সঙ্গেই যুক্ত করা যাবে এই স্মার্টওয়াচ। ফিটনেস ফ্রিকদের জন্য দারুণ সব ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। ১১০টি ওয়ার্কআউট মোড রয়েছে এই স্মার্টওয়াচে। SpO2 অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং, স্ট্রেস ডিটেকশন, ব্রিদিং ট্র্যাকার, র‍্যাপিড হার্ট রেট অ্যালার্ট- সহ একাধিক ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও ওয়ানপ্লাস হেলথ অ্যাপের সাহায্যে সমস্ত ডেটা ট্র্যাক এবং মনিটর করা যাবে।

৪। এই স্মার্টওয়াচে ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ওজন ৪৫ গ্রাম (স্ট্র্যাপ ছাড়া)। ব্লুটুথ ৫.০ পরিষেবা রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে জিপিএস।