ভারতে চলে এল Amazon Echo Dot (5th Gen) স্মার্ট স্পিকার, রয়েছে অ্যালেক্সা সাপোর্টও
Amazon Echo Dot (5th Gen) Price: Amazon ভারতে তার Amazon Echo Dot (5th Gen) স্মার্ট স্পিকার লঞ্চ করেছে। Amazon Echo Dot (5th Gen)-এর দাম রাখা হয়েছে 4,999 টাকা। এটি কোম্পানির একটি এন্ট্রি লেভেল ইকো ডট স্পিকার।
Amazon Echo Dot (5th Gen) Features: বর্তমান স্মার্ট স্পিকারের চাহিদা প্রচুর পরিমানে বেড়েছে। আর তাই বাজারে নতুন নতুন স্মার্ট স্পিকারও নিয়ে এসে হাজির করছে নির্মাতারা। ফের Amazon ভারতে Amazon Echo Dot (5th Gen) স্মার্ট স্পিকার লঞ্চ করেছে। Amazon Echo Dot (5th Gen)-এর দাম রাখা হয়েছে 4,999 টাকা। এটি কোম্পানির একটি এন্ট্রি লেভেল ইকো ডট স্পিকার। Amazon Echo Dot (5th Gen)-এ অ্যালেক্সাও সাপোর্ট করবে। ইকো ডট স্মার্ট স্পিকার দু’টি ভ্যারিয়েন্টে বিক্রি হচ্ছে, একটি স্ট্যান্ডার্ড এবং অন্যটি ক্লক। দ্বিতীয় ভ্যারিয়েন্টের সামনে একটি LED ঘড়ি ডিসপ্লে করা রয়েছে। অর্থাৎ স্পিকারটিকো আপনি সময় দেখতেও কাজে লাগাতে পারেন। তবে চলুন জেনে নেওয়া যাক এই Amazon Echo Dot স্মার্ট স্পিকারের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Amazon Echo Dot (5th Gen)-এর দাম:
এই Amazon Echo Dot স্মার্ট স্পিকারটির দাম 4,999 টাকা। এটি আপনি ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়া থেকে কিনতে পারবেন। তবে Echo Dot (5th Gen) এর ঘড়ির ভ্যারিয়েন্টটি এখনও অ্যামাজনে তালিকাভুক্ত করা হয়নি।
Amazon Echo Dot (5th Gen)-এর ফিচার ও স্পেসিফিকেশন:
এতে রিং ইন্ডিকেটর লাইট দেওয়া হয়েছে। এই নতুন স্পিকারে কিছু নতুন ফিচার দেওয়া হয়েছে, যার মধ্যে তাপমাত্রা সেন্সর, আল্ট্রাসনিক মোশন সনাক্তকরণ এবং আগের চেয়ে ভাল অডিয়ো গুণমান রয়েছে।
এই স্মার্ট স্পিকারে ভার্চুয়াল অ্যালেক্সা ছাড়াও ব্লুটুথ রয়েছে। এটি স্মার্টফোন, ট্যাবলেট এবং অডিয়ো প্লেয়ারের সঙ্গে সংযুক্ত করা যেতে পারে। Amazon Echo Dot (5th Gen) এর একটি 1.73-ইঞ্চি স্পিকার রয়েছে। এর সঙ্গে, অ্যালেক্সা অ্যাপটিও সাপোর্ট করে। স্মার্ট হোম এবং আইওটি ডিভাইসগুলিও ইকো স্মার্ট স্পিকার থেকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। একটি 73 ইঞ্চি স্পিকার আছে।
নতুন স্পিকারে জেসচার কন্ট্রোল দেওয়া হয়েছে। এছাড়াও এতে মিউজিক, স্নুজিং অ্যালার্ম, মাইক্রোফোন মিউট বোতাম আছে। ইকো ডট একটি ওয়াই-ফাই এক্সটেন্ডারের সঙ্গে আসে, যা অ্যামাজন ইরো রাউটারকে সাপোর্ট করে। Echo Dot (5th Gen)-এ কোনও ব্যাটারি দেওয়া হয় না। তাই আপনাকে এটিকে সর্বদা পাওয়ারের সঙ্গে যুক্ত রাখতে হবে। ফেব্রিক-ব়্যাপড এক্সটিরিওর বেশ ক্লাসি লুক দিয়েছে স্পিকারটিকে। একটিই মাত্র ফিজিক্যাল সুইচ রয়েছে স্পিকারটিতে। Google Assistant-র মাধ্য়মে কন্ট্রোল করা যায় ডিভাইসটিকে। সেটআপ করাও বেশ সহজ। এর পাশাপাশি ব্লুটুথ কানেক্টিভিটি ও Cromecast Audio Support রয়েছে স্পিকারটিতেও।