Amazon Fab TV Fest Sale: কোন স্মার্টটিভিতে কত ছাড় রয়েছে, দাম কত কমেছে? দেখে নিন
Amazon Fab TV Fest Sale: অ্যামাজনের এই সেলে স্মার্টফোন এবং স্মার্টটিভি ছাড়াও পাওয়ার ব্যাঙ্ক এবং ইয়ারফোনে থাকছে ছাড়।
অ্যামাজন ফ্যাব ফোন ফেস্টের (Amazon Fab Phone Fest) সঙ্গে শুরু হয়েছে ফ্যাব টিভি ফেস্ট (Amazon Fab TV Fest)। বিভিন্ন নামিদামি কোম্পানির স্মার্টটিভি পাওয়া যাবে এই সেলে। ১০ এপ্রিল অ্যামাজনের এই সেল শুরু হয়েছে। চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টটিভির উপর। এছাড়াও কেনাকাটার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই অপশন এবং এক্সচেঞ্জ অফার রয়েছে। নির্দিষ্ট কিছু ডিভাইসের ক্ষেত্রে থাকছে ব্যাঙ্কিং অফার। এসবিআইয়ের ক্রেডিট কার্ড থাকলে ক্রেতারা এই সেলে ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাবেন। স্মার্টফোনের ক্ষেত্রে এমনিতেও ৪০ শতাংশ পর্যন্ত থাকছে। রেডমি, অ্যাপেল, স্যামসাং, টেকনো, হাইসেন্স এবং আরও অনেক নামিদামি জনপ্রিয় কোম্পানির প্রোডাক্টে থাকছে ছাড় ও আকর্ষণীয় ডিল। অ্যামাজনের এই সেলে স্মার্টফোন এবং স্মার্টটিভি ছাড়াও পাওয়ার ব্যাঙ্ক এবং ইয়ারফোনে থাকছে ছাড়।
Redmi L32M6-RA (2021)- অ্যামাজন ফ্যাব টিভি ফেস্টে রেডমির এই টিভি পাওয়া যাচ্ছে ১৩,৯৯৯ টাকা। এই ফোনের আসল দাম ২৪,৯৯৯ টাকা। জানা গিয়েছে এই স্মার্টটিভির দাম আরও কমতে পারে। ক্রেতারা এক্সচেঞ্জ অফার হিসেবে ২৪১০ টাকা ছাড় পেতে পারেন। তবে এই স্মার্টটিভি কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই অপশন নেই। ৩২ ইঞ্চির এই টিভিতে রয়েছে এইচডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এছাড়াও এই টিভির সঙ্গে যুক্ত রয়েছে ২০ ওয়াটের স্টিরিয়ো স্পিকার। সেখানে রয়েছে ডলবি অডিয়ো টেকনোলজি সাপোর্ট।
AmazonBasics AB55U20PS- ৫৫ ইঞ্চির এই স্মার্টটিভির আসল দাম ৬৬ হাজার টাকা। তবে এই স্মার্টটিভি এখন অ্যামাজনের ফ্যাব টিভি ফেস্টে পাওয়া যাচ্ছে ৩৫,৯৯৯ টাকায়। এই স্মার্টটিভি কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই অফার পাবেন ক্রেতারা। এছাড়াও এক্সচেঞ্জ অফারে অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে এই স্মার্টটিভি কিনলে ২৪১০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। অ্যামাজন বেসিকসের এই মডেলে রয়েছে ৪কে রেসোলিউশনের ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ফায়ার টিভি অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হয় এই টিভি।
Hisense 55U6G- এই স্মার্টটিভির আসল দাম ৭৯,৯৯০ টাকা। তবে এই টিভি বর্তমানে অ্যামাজনের ফ্যাব টিভি ফেস্টে পাওয়া যাচ্ছে ৫৬,৯৯০ টাকায়। এই টিভির ক্ষেত্রে এক্সচেঞ্জ অফার রয়েছে। পুরনো টিভির বদলে এই স্মার্টটিভি কিনলে ২৪১০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। নির্দিষ্ট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে নো-কস্ট ইএমআই অপশনও রয়েছে। ৫৫ ইঞ্চির এই স্মার্টটিভিতে রয়েছে ৪কে স্ক্রিন যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ডলবি অ্যাটমোস টেকনোলজির ২৪ ওয়াটের স্পিকার রয়েছে এই স্মার্টটিভিতে।
Sony Bravia 55X80AJ- সোনি ব্রাভিয়ার এই স্মার্টটিভির আসল দাম ১,০৯,৯০০ টাকা। এই স্মার্টটিভি অ্যামাজনের ফ্যাব টিভি ফেস্টে পাওয়া যাচ্ছে ৭৪,৯৯০ টাকায়। নো-কস্ট ইএমআইয়ের সঙ্গে এক্সচেঞ্জ অফারে এই টিভি কেনার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ২৪১০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। সোনি ব্রাভিয়ার এই ফোনে রয়েছে ৫৫ ইঞ্চির স্ক্রিন। ৪কে রেসোলিউশনের এই ডিসপ্লের রিফ্রেশ রেট৬০ হার্টজ। ২০ ওয়াটের X-balanced স্পিকার রয়েছে এই টিভিতে। সেখানে রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট।