Boat Nirvana 751 ANC: বোট নির্ভানা ৭৫১ এএনসি হেডফোন লঞ্চ হল, দাম মাত্র ৩৯৯৯ টাকা
নতুন এই বোট নির্ভানা ৭৫১ অডিয়ো ডিভাইসটি সংস্থার প্রথম ওয়্যারলেস হেডফোন যাতে অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন ফিচার রয়েছে। হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন এবং ৩৩ডিবি পর্যন্ত নয়েজ় ক্যান্সেল করার ক্ষমতা রয়েছে এই ইয়ারফোনের।
ভারতে একটি অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন (Active Noise Cancellation) সাপোর্টেড হেডফোন নিয়ে এল বোট। সংস্থার সেই লেটেস্ট অডিয়ো ডিভাইসের নাম বোট নির্ভানা ৭৫১ এএনসি (Boat Nirvana 751 ANC)। দেশে একের পর এক টিডব্লুএস ইয়ারবাডস, ইয়ারফোন, নেকব্যান্ড ইয়ারফোন-সহ একাধিক অডিয়ো ডিভাইস লঞ্চ করে এই সেগমেন্টে রাজত্ব করছে বোট। তার থেকেও বড় কথা হল, বোট-এর হেডফোনগুলির দাম বেশ কম এবং তা মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই। নতুন এই বোট নির্ভানা ৭৫১ অডিয়ো ডিভাইসটি সংস্থার প্রথম ওয়্যারলেস হেডফোন (Wireless Headphone) যাতে অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন ফিচার রয়েছে। হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন এবং ৩৩ডিবি পর্যন্ত নয়েজ় ক্যান্সেল করার ক্ষমতা রয়েছে এই ইয়ারফোনের। আর সেই মূল্যবাণ ফিচারটি ব্যবহার করার জন্য এতে একটি ডেডিকেটেড বাটনও দেওয়া হয়েছে।
দাম ও উপলব্ধতা
বোট নির্ভানা ৭৫১ এএনসি ইয়ারফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মাত্র ৩,৯৯৯ টাকা দামে। অ্যামাজন ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই লেটেস্ট বোট অডিয়ো ডিভাইসটি কিনতে পারবেন কাস্টমাররা। কালো, নীল এবং সিলভার – এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই বোট নির্ভানা ৭৫১ এএনসি। ৮ ফেব্রুয়ারি থেকে এই হেডফোন কেনাকাটির জন্য উপলব্ধ হবে।
ফিচার্স ও স্পেসিফিকেশনস
যেমনটা আমরা আগেই বললাম, বোট নির্ভানা ৭৫১ এএনসি হল সংস্থার প্রথম ব্লুটুথ হেডফোন যাতে হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন রয়েছে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, বড় রেঞ্জের ফ্রিকোয়েন্সিতে নয়েজ় সম্পূর্ণ ভাবে চেপে দিতে পারে এই হেডফোন। অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশনের জন্য একটি ডেডিকেটেড বাটন রয়েছে, যা অন করে রাখলে ফোন কল বা ভিডিয়ো কলের সময় পারিপার্শ্বিকের সব আওয়াজ বন্ধ করে দিতে পারে এই ইয়ারফোনটি।
এই ওয়্যারলেস ইয়ারফোন একবার চার্জ দিলেই ৬৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। তবে হ্যাঁ, তা যদি অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন বন্ধ করা থাকে, তাহলেই। আবার অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন অন করে রাখলে একবার চার্জে ৫৪ ঘণ্টার ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়াও এই ব্লুটুথ হেডফোন ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মাত্র ১০ মিনিটের চার্জেই ১০ ঘণ্টার মিউজ়িক প্লেব্যাক দিতে পারে এই বোট নির্ভানা ৭৫১ এএনসি ইয়ারফোন।
অ্যাম্বিয়েন্ট মোড রয়েছে এই ইয়ারফোনে। এই ফিচারের সাহায্যে মিউজিক চলার সময়ও পারিপার্শ্বিকের আওয়াজ সম্পর্কে সজাগ থাকতে পারবেন ইউজাররা। অনেক সময় দেখা যায়, হেডফোনে গান শোনার সময় পাশ থেকে আমাদের কেউ ডাকলে শুনতে পাই না। বোট নির্ভানা ৭৫১ এএনসি হেডফোনটি ব্যবহার করলে সে সব হওয়ার ভয় নেই। এছাড়াও এই অডিয়ো ডিভাইসে রয়েছে ৪০ মিমি ড্রাইভার ইউনিট, যা ইউজারদের আরামদায়ক সাউন্ড অভিজ্ঞতা দিতে পারবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: ৯ ফেব্রুয়ারি ভারতে আসছে রেডমি স্মার্ট ব্যান্ড প্রো, দাম কত হতে পারে?
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিটের ক্ষেত্রে ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশনের সময়সীমা বাড়তে চলেছে খুব তাড়াতাড়ি
আরও পড়ুন: ভারতে লঞ্চ হয়েছে পেবেল পেস প্রো স্মার্টওয়াচ, দাম কত? দেখে নিন এই স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার