3 হাজার টাকারও কম দামে এই স্মার্টওয়াচ লঞ্চ করল Fire Boltt, লুক Apple Watch-এর মতো

Fire Boltt Gladiator Plus Price: ইলেকট্রনিক্স ব্র্যান্ড ফায়ার বোল্ট ভারতীয় বাজারে একটি নতুন স্মার্টওয়াচ ফায়ার বোল্ট গ্ল্যাডিয়েটর প্লাস (Fire Boltt Gladiator Plus) লঞ্চ করেছে। এর বিশেষ বিষয় হল এই স্মার্টওয়াচটির ডিজাইন আপনাকে অ্যাপল ওয়াচের কথা মনে করিয়ে দেবে।

3 হাজার টাকারও কম দামে এই স্মার্টওয়াচ লঞ্চ করল Fire Boltt, লুক Apple Watch-এর মতো
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2023 | 12:18 PM

বিগত কয়েক বছর ধরে যেভাবে স্মার্টওয়াচের চাহিদা বেড়েছে, তাতে কোম্পানিগুলি বাজারে একের পর এক স্মার্টওয়াচ এনে চলেছে। আর অনেকেই কেনার প্ল্যান করেও কিনতে উঠতে পারছেন না। কেউ চাইছেন প্রচুর ফিচার থাকবে এমন একটি স্মার্টওয়াচ। আবার কেউ চাইছে দেখতে একেবারে Apple স্মার্টওয়াচের মতো হবে। আপনিও কি একটি প্রিমিয়াম দেখতে স্মার্টওয়াচ খুঁজছেন? কিন্তু বেশি বাজেট নেই? তাহলে আপনাকে একটি দুর্দান্ত স্মার্টওয়াচের খোঁজ দেওয়া হবে, যা কিনতে আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে না। ইলেকট্রনিক্স ব্র্যান্ড ফায়ার বোল্ট ভারতীয় বাজারে একটি নতুন স্মার্টওয়াচ ফায়ার বোল্ট গ্ল্যাডিয়েটর প্লাস (Fire Boltt Gladiator Plus) লঞ্চ করেছে। এর বিশেষ বিষয় হল এই স্মার্টওয়াচটির ডিজাইন আপনাকে অ্যাপল ওয়াচের কথা মনে করিয়ে দেবে, এই ঘড়িটির দাম কত এবং এই স্মার্টওয়াচটিতে কী-কী ফিচার আছে, চলুন জেনে নেওয়া যাক।

ভারতে ফায়ার বোল্ট গ্ল্যাডিয়েটর প্লাসের দাম:

কোম্পানি ফায়ার বোল্টের এই লেটেস্ট ঘড়ির সিলিকন এবং নাইলন স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের দাম 2999 টাকা রেখেছে। এর আরও একটি মডেল (ভ্যারিয়েন্ট) আছে, মেটাল স্ট্র্যাপের ভ্যারিয়েন্টের দাম 3499 টাকা। কোম্পানির অফিসিয়াল সাইট ছাড়াও আপনি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে এই স্মার্টওয়াচটি কিনতে পারবেন।

ফায়ার বোল্ট গ্ল্যাডিয়েটর প্লাসের ফিচার:

স্মার্টওয়াচটিতে একটি 1.96 ইঞ্চি স্ক্রিন রয়েছে। এই ঘড়িটি 600 নিট পিক ব্রাইটনেস এবং 60 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ব্লুটুথ কলিং সাপোর্টও রয়েছে। এই ঘড়িটিতে আপনি সিঙ্ক কল হিস্ট্রি, ফাস্ট ডায়াল প্যাড এবং কল রিসিভ করার সুবিধা পাবেন। ইনবিল্ট মাইক এবং স্পিকার ছাড়াও কোম্পানি এই স্মার্টওয়াচে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট দিয়েছে।

নেভিগেশনের জন্য ঘড়ির পাশে একটি ক্রাউন বোতামও রয়েছে। এতে আপনি প্রচুর হেলথ ফিচারও পেয়ে যাবেন। আজকাল প্রায় প্রতিটি স্মার্টওয়াচেই হেলথ ফিচার থাকে।

স্মার্ট নোটিফিকেশন, ওয়েদার আপডেট, মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল ছাড়াও ইনবিল্ট গেমস দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি এতে গেমও খেলতে পারবেন। কোম্পানির দাবি, গ্রাহকরা ক্লাসিক মোডে 7 দিনের বেশি ব্যাটারি লাইফ পাবেন, স্ট্যান্ডবাই মোডে এই স্মার্টওয়াচটি 20 দিন ধরে চলবে।