Blinkit Printout Delivery: দুয়ারে প্রিন্টআউট! মাত্র 10 মিনিটেই আপনার বাড়িতে পৌঁছে দেবে ব্লিঙ্কইট
Printout Delivery Zomato Blinkit: প্রিন্টআউট বের করার জন্য আপনাকে আর হন্যে হয়ে ঘুরে বেড়াতে হবে না। মাত্র 10 মিনিটেই আপনার বাড়িতে দিয়ে আসবে জ়োম্যাটোর সংস্থা ব্লিঙ্কইট।
Printout Delivery Zomato: এবার প্রিন্টআউটও আপনার দুয়ারে পৌঁছে দিতে চলেছে জ়োম্যাটোর সংস্থা ব্লিঙ্কইট (Blinkit)। সব সময় আমাদের দৈনন্দিন জীবনে প্রিন্টআউটের প্রয়োজন হয় না। কিন্তু কিছু সময়ে খুব দরকার হয়ে পড়ে। আর কিছু জরুরি সময়ের জন্য একটা প্রিন্টার মেশিন কেনা অতিরিক্ত বিলাসিতা হয়ে যায়। সেই কথাটা মাথায় রেখেই পড়ুয়া সন্তানদের অভিভাবক এবং কর্মরত মানুষজনের জন্য এই বিশেষ পরিষেবাটি দিতে চলেছে ব্লিঙ্কইট- 11 মিনিটের মধ্যেই কাস্টমারের বাড়িতে পৌঁছে দেওয়া হবে জরুরি যে কোনও প্রিন্টআউট (Printout Delivery)। প্রসঙ্গত, মুদিদ্রব্য থেকে শুরু করে ওষুধপত্র-সহ যাবতীয় দৈনিক চাহিদার জিনিসপত্র মানুষের 10 মিনিটের মধ্যেই পৌঁছে দিয়ে জনপ্রিয়তা পেয়েছে ব্লিঙ্কইট। 4,447 কোটি টাকায় (প্রায় 568 মিলিয়ন মার্কিন ডলার) এই প্ল্যাটফর্মটি জ়োম্যাটো অধিগ্রহণ করে। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রিন্টআউট ডেলিভারি করার কাজটি ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে চালু হয়ে গিয়েছে।
ব্লিঙ্কইটের প্রডাক্ট ডিপার্টমেন্টের তরফে জিতেশ গোয়েল বলছেন, “আমাদের বাড়িতে কোনও দিন প্রিন্টার ছিল না। সব সময় প্রিন্টআউটের জন্য আমাদের সাইবার ক্যাফে, লাইব্রেরি বা পড়শির বাড়ি বা অফিসে যেতে হত, যা সত্যিই ঝক্কির কাজ। বিশেষ করে সামনে যখন কোনও ডেডলাইন থাকত।” প্ল্যাটফর্মে নতুন পরিষেবাটি এমনই একটা সময়ে নিয়ে আসা হয়েছে, যখন জ়োম্যাটো তার গ্রাহকদের ব্লিঙ্কইটের জন্য ক্রস লিভারেজ এবং ভাইস ভার্সা পরীক্ষা করতে প্রস্তুত।
লিঙ্কডইন পোস্টে জিতেশ আরও লিখছেন, “যে খরচে ব্লিঙ্কইট এই প্রিন্টআউট পৌঁছে দেওয়ার কাজটি করবে, তা বিশেষ ভাবে অনেকের কাছে সহায়ক হতে চলেছে। আপনাকে কেবল ফাইলটি আপলোড করতে হবে এবং কয়েক মিনিটের মধ্যেই তা আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। একবার ডেলিভারি হয়ে গেলেই আপলোড করা সেই ফাইলটি আমরা ডিলিট করে দেব। আমাদের এই পরিষেবা একবার ব্যবহার করে দেখুন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে জানান।”
এদিকে জ়োম্যাটোর প্রতিষ্ঠাতা এবং সিইও দীপিন্দর গোয়েল বলছেন, “আমরা ডেলিভারি ফ্লিট ব্যাক-এন্ডকে একীভূত করার কাজ শুরু করব যা সময়ের সঙ্গে উচ্চতর ডেলিভারি দক্ষতা চালাতে সক্ষম হবে।” দুটি প্ল্যাটফর্মকে একই ছাতার তলায় নিয়ে এসে দুই প্রান্ত থেকেই ডেলিভারির প্রক্রিয়া এবং সর্বোপরি অগ্রগতিকে ত্বরান্বিত করবে বলে তিনি যোগ করেছেন।
জ়োম্যাটোর তরফে জানানো হয়েছে যে, অধিগ্রহণের পর থেকে ব্লিঙ্কইটের লোকসানের পরিমাণ প্রতি মাসেই কমছে। 2022 সালের জানুয়ারিতে 2,040 মিলিয়ন টাকা ($26 মিলিয়ন মার্কিন ডলার) থেকে এখন জুলাই মাসে 929 মিলিয়ন টাকায় (মিলিয়ন মার্কিন ডলার) এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই ব্লিঙ্কইট বেশ কয়েকটি অকার্যকর স্টোর বন্ধ করেছে যেগুলি স্কেল করা হয়নি। পরবর্তীতে সংস্থাটি আরও এমন স্টোরের মূল্যায়ন চালিয়ে যাবে, যারা দীর্ঘ দিন ধরে পারফর্ম করতে ব্যর্থ।