Good Bots: টুইটারে ‘Good Bots’ খুঁজে পাবেন কীভাবে? জেনে নিন সহজ পদ্ধতি

যাঁরা নিয়মিত টুইটার ফলো করেন বা টুইট করেন, তাঁরা ভালভাবে জেনে নিন এই 'গুড বোটস'- এর বিষয়ে। কারণ প্রয়োজনে এই ধরনের অ্যাটোম্যাটেড অ্যাকাউন্ট থেকেই গুরুত্বপূর্ণ তথ্য পাবেন ইউজাররা।

Good Bots: টুইটারে 'Good Bots' খুঁজে পাবেন কীভাবে? জেনে নিন সহজ পদ্ধতি
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2022 | 4:26 PM

টুইটারে (Twitter) ‘গুড বোটস’ (good bots) খুঁজে পাবেন কীভাবে? তার আগে অবশ্য জেনে নেওয়া প্রয়োজন এই ‘গুড বোটস’ আসলে কী। টুইটারের তরফে বলা হচ্ছে গুড বোটস (Twitter Good Bots) হল অ্যাটোম্যাটেড অ্যাকাউন্ট যা ইউজারদের গুরুত্বপূর্ণ এবং সাহায্যকারী তথ্য খুঁজে পেতে সাহায্য করে। এই তথ্যের মধ্যে থাকতে পারে কোভিড ১৯ সংক্রান্ত আপডেট, ট্রাফিকের আপডেট, এমনকি ইন্টার্নশিপ খোঁজার জন্যও সাহায্যকারী তথ্য পাওয়া যাবে এই সমস্ত গুড বোটস আটোম্যাটেড প্রোফাইলের সাহায্যে। মূলত টুইটারে এমন কিছু অটোম্যাটেড প্রোফাইল রয়েছে যার মাধ্যমে টুইট করে গুরুত্বপূর্ণ তথ্য যেমন কোভিড-১৯ আপডেট, ভূমিকম্পের আপডেট ও এ জাতীয় আরও অনেক তথ্য প্রকাশ করা হয়। প্রোফাইলের উপরে থাকে একটি রোবট হেড প্যানেল। এর ফলে ইউজাররা ‘গুড বোট অ্যাকাউন্ট” এবং ‘হিউম্যান রান অ্যাকাউন্ট’- এর মধ্যে ফারাক খুঁজে পাবেন। জানা গিয়েছে, একটা বড় সংখ্যক লোক দিবারাত্রি এই ‘গুড বোতস’ অ্যাটোম্যাটেড অ্যাকাউন্টের উপর কাজ করে চলেছেন। কারণ তবেই তাঁরা ইউজারদের সঠিক এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজনের সময় দিতে পারবেন।

এবার দেখে নেওয়া যাক টুইটারে কীভাবে খুঁজে পাবেন গুড বোটস

গুড বোট প্রোফাইল খোঁজার জন্য ইউজারদের প্রথমে যেকোনও টুইটার প্রোফাইলে গিয়ে খুঁজে দেখতে হবে যে সেখানে একটি রোবট হেড প্যানেল রয়েছে কিনা। এই ফিচার থাকলে বোঝা যাবে যে ওই অ্যাকাউন্ট একটি গুড বোট অ্যাকাউন্ট। এই রোবট হেড প্যানেল বা গুড বোট অ্যাকাউন্টের লেবেল দেখে ইউজাররা বুঝতে পারবেন যে ওই অ্যাকাউন্ট থেকে কোন কোন বিষয়ে অতিরিক্ত গিরিত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এছাড়া এর থেকেই ইউজাররা সিদ্ধান্তও নিতে পারবেন যে কোন অ্যাকাউন্ট ফলো করবেন। কোন অ্যাকাউন্টের তথ্যের উপর বিশ্বাস ভরসা করবেন আর কোন অ্যাকাউন্টের সঙ্গে বেশি যুক্ত হবেন। সমীক্ষায় দেখা গিয়েছে যে, ইউজাররা এই ধরনের গুড বোটস অ্যাকাউন্টের উপরেই বেশি নির্ভর করছেন। কারণ এই সমস্ত অ্যাকাউন্টের মাধ্যমে সঠিক, সাহায্যকারী, উপযোগী এবং ভরসাযোগ্য প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়।

ভারতের সাপেক্ষে টুইটারের কয়েকটি ‘গুড বোটস’ অ্যাকাউন্টের তালিকা প্রকাশ করা হল

@mumbaitraffic @bloodreqbot @CovidvaxBLR @internfinder @TheGermanBot

তাই যাঁরা নিয়মিত টুইটার ফলো করেন বা টুইট করেন, তাঁরা ভালভাবে জেনে নিন এই ‘গুড বোটস’- এর বিষয়ে। কারণ প্রয়োজনে এই ধরনের অ্যাটোম্যাটেড অ্যাকাউন্ট থেকেই গুরুত্বপূর্ণ তথ্য পাবেন ইউজাররা।

আরও পড়ুন- Jio Airtel Vi 2GB Daily Data Plans: জিও, এয়ারটেল, ভোডাফোনের সেরা ২০ রিচার্জ প্ল্যান, যাতে রোজ ২জিবি করে ডেটার অফার মেলে

আরও পড়ুন- Word Document Recover: ওয়ার্ড ডকুমেন্ট হারিয়ে ফেলেছেন? কী ভাবে খুঁজে পাবেন এবার, জেনে নিন পদ্ধতি