WhatsApp: হোয়াটসঅ্যাপে ব্লক হয়েছেন? ওই নম্বরেই কীভাবে মেসেজ পাঠাবেন… জেনে নিন সহজ পদ্ধতি

হোয়াটসঅ্যাপে আপনাকে যে ইউজার ব্লক করেছেন তাঁকে কীভাবে মেসেজ পাঠাবেন দেখে নিন।

WhatsApp: হোয়াটসঅ্যাপে ব্লক হয়েছেন? ওই নম্বরেই কীভাবে মেসেজ পাঠাবেন... জেনে নিন সহজ পদ্ধতি
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2022 | 12:57 PM

মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ (Whatsapp) বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত মেসেজিং অ্যাপ (Messaging App)। শুধুমাত্র ব্যক্তিগত নয় ব্যবসায়িক স্তরেও হোয়াটসঅ্যাপের (Whatsapp Messaging App) গুরুত্ব সমান। বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সঙ্গে নিমেষে যোগাযোগ করা যায় এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এক ক্লিকের পাঠানো যায় ছবি, ভিডিয়ো, ভয়েস মেসেজ। এর পাশাপাশি রয়েছে ভিডিয়ো এবং ভয়েস কলের পরিষেবাও। তবে এত ভাল পরিষেবা সম্পন্ন একটি অ্যাপও মাঝে মাঝে ইউজারদের বিরক্তির কারণ হয়ে যায়। মূলত অবাঞ্ছিত লোকের মেসেজ আসতে শুরু করলেই ইউজাররা বিরক্ত হন।

এই অবাঞ্ছিত লোকেরা অনেকসময়েই হয়তো ইউজারের পরিবারের বা বলা ভাল এক্সটেনডেড ফ্যামিলির সদস্য হয়ে থাকেন। তাঁদের মেসেজ কার্যত বন্যার মতোই আছড়ে পড়ে হোয়াটসঅ্যাপে। এই অভিজ্ঞতা কম-বেশি সকলেরই রয়েছে। এক্ষেত্রে অবশ্য হোয়াটসঅ্যাপের ‘ব্লক’ অপশন দারুণ ভাবে কাজ করে। অপছন্দের কনট্যাক্টকে আপনি অবিলম্বে ব্লক করে দিতে পারে। তবে মনে রাখতে হবে যে এই অপশনের সাহায্যে ওই আপনাকেও কিন্তু কেউ ব্লক করতে পারেন। এবার অনেক সময়েই হয়তো আপনার সেই লোকটির সঙ্গেই কাজ রয়েছে যিনি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছেন। তাহলে সেক্ষেত্রে কী করবেন? কীভবে মেসেজ পাঠাবেন? সেটাই এখন দেখে নেওয়ার পালা।

হোয়াটসঅ্যাপে আপনাকে যে ইউজার ব্লক করেছেন তাঁকে কীভাবে মেসেজ পাঠাবেন দেখে নিন

  • প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিং মেনু খুলতে হবে।
  • সেখানে গিয়েছে ‘ডিলিট অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করতে হবে।
  • একবার অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেলে আপনি আপনার ফোনে পুনরায় হোয়াটসঅ্যাপ ইনস্টল (রি-ইনস্টল) করতে পারবেন।
  • রি-ইনস্টল হওয়ার পর হোয়াটসঅ্যাপ থেকে সেই সমস্ত কনট্যাক্টে মেসেজ পাঠাতে পারবেন যাঁরা আপনাকে ব্লক করেছিল।

এক্ষেত্রে অবশ্য একটা বিষয় অতি অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যাকাউন্ট ডিলিট করলে কিন্তু আপনি সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও রিমুভ হয়ে যাবেন। অটোম্যাটিকালি বা আপনাআপনিই এমনটা হবে। তাই যদি কোনও গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপে গ্রুপে আপনি যুক্ত থাকেন তাহলে অ্যাকাউন্ট ডিলিট করার আগে ব্যবস্থা করে রাখুন।

আরও পড়ুন- Good Bots: টুইটারে ‘Good Bots’ খুঁজে পাবেন কীভাবে? জেনে নিন সহজ পদ্ধতি

আরও পড়ুন- Jio Airtel Vi 2GB Daily Data Plans: জিও, এয়ারটেল, ভোডাফোনের সেরা ২০ রিচার্জ প্ল্যান, যাতে রোজ ২জিবি করে ডেটার অফার মেলে

আরও পড়ুন- Word Document Recover: ওয়ার্ড ডকুমেন্ট হারিয়ে ফেলেছেন? কী ভাবে খুঁজে পাবেন এবার, জেনে নিন পদ্ধতি